বিএনপিসহ খুব শিগগিরই সব দলের সঙ্গে নির্বাচন নিয়ে সংলাপ শুরু করার কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আওয়াল।
শুক্রবার (২০ মে) সকালে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম-২০২২ এর উদ্বোধনে শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন৷
তিনি বলেন, আমরা কাজ করে যাচ্ছি। অনেকগুলো কাজ আমাদের হাতে রয়েছে। আজকে ভোটার তালিকা প্রণয়নের কাজ শুরু হলো। এমন আরও অনেক কাজ রয়েছে। অচিরেই বিএনপিসহ সব দলকে আলোচনায় বসার জন্য আহ্বান জানানো হবে। এটা আগামী দুই-এক মাসের মধ্যেই হবে।
এর মধ্য দিয়ে দেশের ১৪০টি উপজেলায় একযোগে শুরু হলো ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম। ২০২৩ সালের ২ মার্চ ভোটার তালিকা প্রণয়ন করা হবে। ভোটার তালিকা প্রণয়নের জন্য তিন ধরনের তথ্য নেয়া হচ্ছে। এই ভোটার তালিকা দিয়েই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
সিইসি আরও বলেন, ভোটাধিকার প্রয়োগ এখনও সবার নাগরিক দায়িত্ব। নির্বাচন হচ্ছে ভোট কেন্দ্রে যাব না, আমাকে কেউ জোর করে নিয়ে যাবে না এটা ঠিক। তবে এতটুকু বুঝতে হবে আমি পরিচালিত হবো, আমার নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হুমায়ুন কবীর খোন্দকার। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা জেলা প্রশাসক শহিদুল ইসলাম, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মুনির হোসাইন খান, জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার, সাভার উপজেলা চেয়াম্যান মুন্জুরুল আলম রাজীব ও সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম।