ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দর এলাকা ঘিরে রেখেছে সশস্ত্রবাহিনীর সদস্যরা। সেখানে সাজোয়াযান মোতায়েন থাকতেও দেখা গেছে। বিমানবন্দর এলাকায় পাসপোর্টধারী এবং বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার সদস্যদের পাস দেখে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।
আজ সকালে বিমানবন্দর গোলচত্বর থেকে ভিতরের বিভিন্ন পয়েন্টে বিমানবাহিনীর সদস্যদের সশস্ত্র পাহারায় থাকতে দেখা গেছে।
বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্রগুলো বলছেন, হযরত শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনার তালিকাভুক্ত হওয়ায় নিরাপত্তা জোরদারে সশস্ত্রবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। কেউ যাতে বিমানবন্দর এলাকায় কোন ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড চালাতে না পারে এজন্যই এ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।