‘দীর্ঘদিন পবিত্র কুরআন অধ্যয়ন ও গবেষণা করেন। ইসলামী রীতিনীতি ও আদর্শের প্রতি আকৃষ্ট হন। শান্তির ধর্ম ইসলামকে মনে-প্রাণে ভালোবেসে এই ধর্মের প্রতি বিশ্বাস স্থাপন করেন।’ এমন আত্মপোলব্ধি থেকে সনাতন (হিন্দু) ধর্ম ত্যাগ করে ইসলামধর্ম গ্রহণ করেছেন ফেনী শহরের বাঁশপাড়া এলাকার বাসিন্দা খোকন সাহা।
ধর্মান্তরিত হওয়ার পর তার নাম রাখেন মো: সোলাইমান ইব্রাহিম তাজওয়ার। ইসলামে প্রবেশের পর সোলাইমানের কাজকর্মে আকৃষ্ট হন তার ছোট ভাই গোবিন্দ সাহাও। পরে তিনিও ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করেন এবং নিজের আগের নাম বদলে নতুন নাম রাখেন মো: আজওয়াদ ইব্রাহিম মুসা।
গত মঙ্গলবার ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গিয়ে এফিডেভিটের মাধ্যমে তারা দুই ভাই আনুষ্ঠানিকভাবে ইসলামে প্রবেশ করেন।
এফিডেভিটে নওমুসলিম মো: সোলাইমান ইব্রাহিম তাজওয়ার বলেন, ‘গত ১ সেপ্টেম্বর পবিত্র কালিমায়ে শাহাদাত পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করি। সেই অনুযায়ী ইসলাম ধর্মের রীতিনীতি অনুযায়ী ইসলামী আদর্শে জীবনযাপন করার চেষ্টা করছি।’ এরপর তার প্রতি মুগ্ধ হয়ে ছোট ভাই মো: আজওয়াদ ইব্রাহিম মুসা গত ১ অক্টোবর ইসলাম গ্রহণ করেন।
ফেনী পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আশ্রাফুল আলম গীটার দুই ভাইয়ের ইসলাম ধর্ম গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন।