বৃহস্পতিবার, ১২:০৪ পূর্বাহ্ন, ২৩ জানুয়ারী ২০২৫, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

পুলিশ ছাড়া রাষ্ট্র চলতে পারে না-জহির উদ্দিন স্বপন

গৌরনদী প্রতিনিধি :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৭ বার পঠিত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এবং বরিশাল-১ আসনের সাবেক এমপি এম. জহিরউদ্দিন স্বপন বলেছেন, পুশিলের সেবা হচ্ছে অক্সিজেনের মতো। আমি যেমন আক্সিজেন ছাড়া নিংশ^াস নিতে পারি না। তেমনি পুলিশ ছাড়া দেশ ও রাষ্ট্র চলতে পারে না। শেখ হাসিনা সবচেয়ে বড় অপরাধ, পুলিশ বাহিনীর মতো এমন প্রয়োজনীয় প্রতিষ্ঠানকে কুলষিত করেছেন, দলীয়করন করেছেন, দলীয় হাতিয়ারে রূপান্তরিত করেছেন। পুলিশ বাহিনীকে দিয়ে গুম ও খুন করেছেন, মিথ্যা মামলা দিয়েছেন। দেশের পুলিশ বাহিনীকে দলের অস্ত্রে পরিনত করলে সেই দলের কি পরিনতি হয়, পুলিশ প্রশাসন ও বাহিনীর কি পরিনতি হয়, শেষ পর্যন্ত দেশ কত ভোগান্তিতে পড়তে হয়, তা কিন্তু আমরা দেখেছি। গণতন্ত্র হচ্ছে অধিকার এবং সেবাটা সবাইকে সমান ভাবে দিতে হবে। সংবিধান অনুযায়ী সংখ্যালঘুদের সেবা দিতে বাধ্য। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে গতকাল মঙ্গলবার দুপুরে ৮২টি পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি মনোজ গোমস্তার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন, গৌরনদী থানার নবাগত ওসি ইউনুস মিয়া, বার্থী তাঁরা মায়ের মন্দিরের সভাপতি ও সাবেক এএসপি শান্তনু ঘোষ, উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাত হান্নান, পৌর বিএনপির আহবায়ক ও সাবেক পৌর কাউন্সিলর জাকির হোসেন শরীফ, সদস্য সচিব ও সাবেক পৌর কাউন্সিলর ফরিদ মিয়া। ব্ক্তব্য রাকেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও জেলা উত্তর বিএনপির সদস্য দুলাল রায় দুলু, সাধারন সম্পাদক অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মানিক লাল আচার্যসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এর আগে বিএনপি নেতা বিশিষ্ট ব্যবসায়ী মরহুম ওয়াহিদুল হক খান ও সদ্য প্রয়াত পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাবেক পৌর কাউন্সিলর হোসাইন মোহাম্মদ তুষারের কবর জিয়ারত করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com