মহান বিজয় দিবস উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দর সংলগ্ন আনন্দপুর এলাকার যুব সমাজের উদ্যোগে সোমবার রাতে বিজয় উৎসব অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় শিশু শিল্পীদের নাচ ও গানের সুরের মূর্ছনায় মাতোয়ারা হয়ে ওঠে উৎসব স্থল। নাচ গানের ফাঁকে ফাঁকে চলে অতিথিদের আলোচনা পর্ব।
টরকী বন্দর বণিক সমিতির সভাপতি শরীফ শাহাবুব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বিজয় উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও বিএনপি নেতা আলহাজ্ব আবুল হোসেন মিয়া।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, টরকী বান্দর বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ বদিউজ্জামান চঞ্চল মাঝি, উপজেলার প্রার্থী ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ মিজানুর রহমান মিন্টু, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবু ওমর তালুকদার লিটন, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ অলিউল মাল, বরিশাল উত্তর জেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ তরিকুল ইসলাম কাফি, বাড়তি ইউনিয়ন বিএনপি’র যুগ্ন আহবায়ক মোঃ শাহজাহান ফকির, বিএনপি নেতা আব্দুস সালাম হাওলাদার, বার্থী ইউনিয়ন তাঁতি দলের সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ সাইদুল হাওলাদার, যুবদল নেতা মোঃ খোকন হাওলাদার প্রমূখ।