রোববার, জুলাই ২৪, ২০২২, বিকাল সাড়ে চারটায় জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চলমান রাজনৈতিক সংলাপ শুরু হয়েছে।
জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ.স.ম আবদুর রব-এর নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন-সাধারণ সম্পাদক এডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার সহ-সভাপতি তানিয়া রব কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দীন মাহমুদ স্বপন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর নেতৃত্বে উপস্থিত আছেন বিএনপি স্হায়ী কমিটি সদস্য ডক্টর আব্দুল মঈন খান ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বিএনপি মিডিয়া সেল এর আহবায়ক জহির উদ্দিন স্বপন।