রাজধানীর সদরঘাট থেকে পুলিশি তল্লাশিতে সন্দেহভাজন ৮০ জনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। তারা সকলরই বিএনপি জামায়াতের নেতাকর্মী বলে জানা গেছে। কোতোয়ালি থানার একাধিক পুলিশ কর্মকর্তা সূত্রে বিষয়টি জানা গেছে।
রবিবার (২৮ অক্টোবর) রাজধানীতে দেশের বৃহত্তম দুই রাজনৈতিক দল ও জামাআতের সমাবেশকে কেন্দ্র করে সব ধরনের বিশৃঙ্খলা এড়াতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে এ পুলিশি তল্লাশি ও আটক করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
লালবাগ বিভাগের কোতোয়ালি জোনের এডিসি মো. বদরুল হাসান বলেন, সকাল থেকেই কঠোর তল্লাশি চলছে। কেউ যেন কোনো নাশকতা না করতে পারে সে জন্য তল্লাশি করা হচ্ছে। যাদের সন্দেহভাজন মনে হয়েছে ও যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে তাদেরকেই আমরা আটক করেছি।
সদরঘাটে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের সময় লালবাগ বিভাগে নতুন উপ-পুলিশ কমিশনার (ডিসি) জাফর হোসেন বলেন, নিরাপত্তার জন্যই আমরা সকাল থেকেই সদরঘাটে অনেক পুলিশ সদস্যকে মোতায়ন করেছি । যাদেরকে সন্দেহভাজন মনে হচ্ছে তাদেরকেই তল্লাশি করা হচ্ছে।