বুধবার, ০৫:৪৯ পূর্বাহ্ন, ০২ জুলাই ২০২৫, ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

জিম্বাবুয়ে নারী দলকে হোয়াইটওয়াশ করলো টাইগ্রেসরা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ১৯১ বার পঠিত

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষটিতে জিম্বাবুয়ে নারী দলকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ নারী দল। এই জয়ে স্বাগতিকদের ৩-০’তে হোয়াইটওয়াশ করলো টাইগ্রেসরা।

নতুন বলে টানা ১০ ওভারের স্পেল। ৪টি মেডেন দিয়ে স্রেফ ২১ রানে নাহিদা আক্তার নিলেন ৫ উইকেট। তার স্পিনে আবারও একশর নিচে গুটিয়ে গেল জিম্বাবুয়ে নারী দল। আরেকটি বড় জয়ে সিরিজ শেষ করল বাংলাদেশের মেয়েরা।

গত বছরের মার্চে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরল বাংলাদেশের মেয়েরা। আর ওয়ানডে খেলল ২০১৯ সালের নভেম্বরে পাকিস্তান সফরের পর প্রথম। ফেরাটা দারুণ পারফরম্যান্সে রাঙাল তারা।জিম্বাবুয়ের মেয়েদের দলটি অবশ্য বেশ নবীন। টি-টোয়েন্টি প্রথম খেলে তারা ২০১৯ সালে, ওয়ানডে খেলতে শুরু করে গত মাস থেকে।

সিরিজের প্রথম ম্যাচে তারা গুটিয়ে গিয়েছিল স্রেফ ৪৮ রানে। প্রথমবার কোনো দলকে ওয়ানডেতে পঞ্চাশের আগে থামিয়েছিল বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com