অর্থনীতিবিদ ও রাজনীতিক রেজা কিবরিয়া বাংলাদেশের রাজনীতিতে নতুন চমক দেখিয়েছেন।
গণফোরাম ও গণঅধিকার পরিষদের পথচলার পর তিনি সম্প্রতি বিএনপিতে যোগ দিয়েছেন।
তিনি জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ আসন থেকে ধানের শীষ প্রতীকে প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে।
বুধবার নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন রেজা কিবরিয়া।
তিনি বলেন, “আমি ইতোমধ্যেই বিএনপিতে যোগদান করেছি এবং প্রাথমিক সদস্য ফরম পূরণ করেছি।
কয়েকদিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে যোগদান করব। হবিগঞ্জ-১ আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করব।
২০১৮ সালে একাদশ জাতীয় নির্বাচনে ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নিয়েছি।”
রেজা কিবরিয়ার রাজনৈতিক পথচলার ইতিহাসে রয়েছে গণফোরামে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন, ঐক্যফ্রন্ট ব্যানারে ধানের শীষে একাদশ জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা, এবং পরে গণঅধিকার পরিষদে আহ্বায়কের দায়িত্ব গ্রহণ।
কিছু সময় তিনি ব্যক্তিগত কারণে রাজনীতিতে নিজেকে সরিয়ে নেন। পরে আমজনতার দলের প্রতিষ্ঠাতা হিসেবে কার্যক্রম শুরু করেন, তবে দীর্ঘ সময় রাজনীতিতে সক্রিয় ছিলেন না।





















