তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, দেশের মিডিয়াতে এখনো আ.লীগের লোকজন প্রভাব বিস্তার করছে।
তিনি বলেন, গণমাধ্যমে দ্বিতীয় ও তৃতীয় স্তরের অধিকাংশ কর্মী আ.লীগের অনুসারী এবং তারা বিভিন্নভাবে দেশের অস্থিতিশীলতার চেষ্টা চালাচ্ছে।
বুধবার (৫ নভেম্বর) ঢাকায় জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে ‘জুলাই যোদ্ধাদের জন্য অনুসন্ধানী সাংবাদিকতা প্রশিক্ষণ’-এর সমাপন ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
উপদেষ্টা মাহফুজ আলম জুলাই যোদ্ধাদের মিডিয়া ইকোসিস্টেমে যুক্ত হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, দেশের স্বার্থে তারা মিডিয়ায় আসার মাধ্যমে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। আগামী ডিসেম্বরের মধ্যে কমপক্ষে ৩০০ জন জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যকে সাংবাদিকতা ও চলচ্চিত্র বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হবে।
তিনি আরও বলেন, পরবর্তী নির্বাচিত সরকারও নৈতিক দায়িত্ব থেকে এই প্রশিক্ষণের ধারাবাহিকতা বজায় রাখবে। জুলাই যোদ্ধাদের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন, “আপনারা চেতনা ও প্রেরণায় ‘জুলাই যোদ্ধা’।
তবে কর্মক্ষেত্রে আপনার সৃজনশীল কাজই বড় হয়ে উঠুক; নিজের পরিচয় নয়। পেশাগত দায়িত্বে সত্য, দেশের স্বার্থ এবং সার্বভৌমত্ব রক্ষায় কাজ করুন।”
সমাপন ও সনদ বিতরণ অনুষ্ঠানে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক নূর মো. মাহবুবুল হক সভাপতিত্ব করেন।
উপস্থিত ছিলেন উপপরিচালক মোহাম্মদ আবু সাদেক, উপপরিচালক সুমনা পারভীন ও অন্যান্য কর্মকর্তা। প্রশিক্ষণার্থীরা অনুষ্ঠানে তাদের অনুভূতি প্রকাশ করেন এবং প্রশিক্ষণ আয়োজনের উদ্যোগের জন্য কৃতজ্ঞতা জানান।