বুধবার, ০৫:০৯ অপরাহ্ন, ০৫ নভেম্বর ২০২৫, ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

গৌরনদী টুয়েন্টিফোর ডটকম`র ১৩ বছর পূর্তি  উদযাপন 

স্টাফ রিপোর্টার, এ,এস,মামুন
  • আপডেট টাইম : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৭ বার পঠিত
অনলাইনভিত্তিক আধুনিক, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রদর্শনের অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করা জনপ্রিয় নিউজ পোর্টাল গৌরনদী টুয়েন্টিফোর ডটকম-এর প্রতিষ্ঠাবার্ষিকী বুধবার (০৫ নভেম্বর) উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। সূচনালগ্ন থেকেই গৌরনদী ও দক্ষিণাঞ্চলের সমসাময়িক সংবাদ দ্রুততম সময়ে পৌঁছে দিয়ে পোর্টালটি পাঠকদের আস্থা ও ভালোবাসা অর্জন করেছে।
‎‎দিবসটি উপলক্ষে সকালে গৌরনদী উপজেলা পরিষদ প্রাঙ্গণে আলোচনা সভা, র্যা লি ও কেক কাটার আয়োজন করা হয়। এতে পোর্টালের সম্পাদক, বার্তা সম্পাদক, প্রতিবেদক, ফটোগ্রাফার, প্রযুক্তি টিম, পাঠক, শুভাকাঙ্ক্ষী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। ‎অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়, সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যা লী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত আলোচনা সভায় মিলিত হয়। ‎আলোচনা সভায় সভাপতিত্ব করেন গৌরনদী টুয়েন্টিফোর ডটকম-এর প্রতিষ্ঠাতা সম্পাদক ও গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির। ‎তিনি তাঁর বক্তব্যে বলেন “গৌরনদী টুয়েন্টিফোর ডটকমের যাত্রা সত্যনিষ্ঠ সাংবাদিকতা প্রতিষ্ঠার লক্ষ্যকে সামনে রেখে শুরু হয়েছিল। আজকের দিনে আমরা গর্বিত যে জনমতের কথা, উন্নয়ন, সমস্যা, সম্ভাবনা—সকল বিষয়ের নির্ভরযোগ্য সংবাদ পৌঁছে দিতে আমরা সক্ষম হয়েছি। ভবিষ্যতেও প্রযুক্তি–সমৃদ্ধ অনুসন্ধানী ও দায়িত্বশীল সাংবাদিকতা আমাদের প্রধান অঙ্গীকার থাকবে। পাঠকদের ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় শক্তি।”
‎‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম । তিনি তাঁর বক্তব্যে বলেন “গৌরনদী টুয়েন্টিফোর ডটকম স্থানীয় সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। বিশেষ করে গৌরনদীর উন্নয়ন, শিক্ষা, সমাজ ও মানবিক খবরকে নিরপেক্ষভাবে তুলে ধরার মাধ্যমে পোর্টালটি মানুষের আস্থা অর্জন করেছে। ভবিষ্যতেও তারা সত্য ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনার ধারাবাহিকতা বজায় রাখবে—এটাই প্রত্যাশা।”‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান। তিনি বলেন “গৌরনদী টুয়েন্টিফোর ডটকম বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের সকল স্তরের মানুষের কাছে পৌঁছাতে পেরেছে। দ্রুততম সময়ে স্থানীয় প্রশাসন ও জনগণের মাঝে সেতুবন্ধন তৈরি করতে গণমাধ্যম হিসেবে এই পোর্টালের ভূমিকা প্রশংসনীয়। আমি আশা করি, তারা তাদের নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার সুনাম অক্ষুণ্ণ রেখে গৌরনদীর মানুষের কল্যাণে আরও বেশি কাজ করে যাবে।”‎বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তরিকুল ইসলাম তিনি তার বক্তব্য বলেন “বর্তমান সময়ে অনলাইন সংবাদ পোর্টালগুলো দ্রুত খবর পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আমি গৌরনদী টুয়েন্টিফোর ডটকমকে এমন একটি প্ল্যাটফর্ম হিসেবে দেখি, যা স্থানীয় সমস্যা ও সম্ভাবনার কণ্ঠস্বর হিসেবে কাজ করে।”
‎‎অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের প্যানেল আহবায়ক খোন্দকার মনিরুজ্জামান মনির, প্রেসক।লাবের সাবেক সভাপতি আসাদুজ্জামান রিপন,  সবেক সাধারণ সম্পাদক খোকন আহমেদ হিরা, জেলা যুবদলের সাবেক সভাপতি মোল্লা মাহফুজ, গৌরনদী টুয়েন্টিফোর ডটকমের নির্বাহী বার্তা সম্পাদক মো. আনিচুর রহমান, উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ মনির মাষ্টার, সহকারী সম্পাদক সোলায়মান তুহিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি লেখক ও গবেষক ফখরুল আবেদীন তানভীর, গোলঅম মোর্শেদ, সাংবাদিক মো. শামীম মীর, হাসান মাহমুদ, আরেফিন রিয়াদ, মো. সোহেল, এসএম মোশারেফ হোসেন, জামিল মাহমুদ, সাংবাদিক কাজী আলামিন, আবদুছ ছালেক মামুন, নাসির উদ্দীন. সুমন, এসএম মিজান শেখ রুপা প্রমুখ। গৌরনদী টুয়েন্টিফোর ডটকম-এর সহকারী সম্পাদক সোলায়মান তুহিন তার বক্তব্যে বলেন‎“ভবিষ্যতে আমরা পোর্টালটিকে আরও আধুনিক করতে ডাটা–নির্ভর রিপোর্টিং, ভিডিও জার্নালিজম ও মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরির দিকে বিশেষ গুরুত্ব দেব। সমাজ, শিক্ষা, সংস্কৃতি, উন্নয়ন ও মানবিক উদ্যোগসহ সব ক্ষেত্রে ইতিবাচক সাংবাদিকতার ধারাবাহিকতা বজায় রাখাই আমাদের লক্ষ্য।”‎আলোচনা সভায় উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও অন্যান্য অতিথিরা গৌরনদী টুয়েন্টিফোর ডটকম-এর প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান। ‎শেষে গৌরনদী টুয়েন্টিফোর ডটকম-এর পক্ষ থেকে পাঠক, শুভানুধ্যায়ী এবং সহযোগীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়। পোর্টালের আগামী দিনের পথচলা আরও শক্তিশালী, দায়িত্বশীল ও পাঠকবান্ধব করার প্রত্যয় ব্যক্ত করা হয়। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সাংবাদিক বিএম বেলাল হোসেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com