শুক্রবার, ০৮:৩২ পূর্বাহ্ন, ০৭ নভেম্বর ২০২৫, ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

দেশের সবচেয়ে উঁচু স্থানে উড়ছে জাতীয় পতাকা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৮ বার পঠিত

দেশের সবচেয়ে উঁচু স্থানে জাতীয় পতাকা উড়ছে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দরে। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে নানা আয়োজনের মধ্য দিয়ে দেশের সর্বোচ্চ ফ্ল্যাগস্ট্যান্ড উদ্বোধন করা হয়।

বাংলাদেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধায় নির্মিত এ ফ্ল্যাগস্ট্যান্ডটি স্থলবন্দর কার্যালয় ও ভারতীয় সীমান্তরেখার মাঝামাঝি স্থানে নির্মাণ করা হয়। দিনে পতাকাটি ওড়ানো হবে এবং এতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে বলে জানা যায়।

জেলা প্রশাসক মো. সাবেত আলী দেশের সর্ববৃহৎ ১১৭ ফুট উচ্চতার এই ফ্ল্যাগস্ট্যান্ড উদ্বোধন করেন। এসময় পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, বিএনপির নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, জেলা বিএনপির আহ্বায়ক জাহেরুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ইকবাল হোসাইনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক ফলক উন্মোচনের পর অতিথিরা সংক্ষিপ্ত বক্তব্য দেন। বক্তারা বলেন, ‘দেশের ইতিহাসে একটি নতুন অধ্যায় যুক্ত হল। এখন থেকে দেশের সবচেয়ে উঁচু স্থানে জাতীয় পতাকা উড়বে বাংলাবান্ধায়।’

তারা আরও জানান, দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ এই স্থানটি দেখতে আসবে, যা আমাদের গর্বের বিষয়।

এর আগে বাংলাবান্ধা কাস্টমস চত্বর থেকে ফ্ল্যাগস্ট্যান্ড পর্যন্ত হাতে জাতীয় পতাকা নিয়ে বর্ণিল র্যালি বের করা হয়। র্যালি ও উদ্বোধনী অনুষ্ঠানে হাজারো স্থানীয় মানুষ অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘বাংলাদেশের প্রবেশদ্বার হলো বাংলাবান্ধা জিরোপয়েন্ট। অপর প্রান্তে ভারতের উঁচু স্ট্যান্ডে সারাক্ষণ তাদের পতাকা ওড়ে। আমাদের এখানে তেমন কোনো উচ্চ ফ্ল্যাগস্ট্যান্ড না থাকায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। তরুণ প্রজন্মের দীর্ঘদিনের দাবি পূরণে এই প্রকল্প হাতে নেওয়া হয় এবং আর্কিটেকচারের মাধ্যমে ফ্ল্যাগস্ট্যান্ডের নকশা তৈরি করা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com