শুক্রবার, ০৯:১০ পূর্বাহ্ন, ০৭ নভেম্বর ২০২৫, ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

লন্ডনগামী ট্রেনে ভয়াবহ হামলা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ১৩ বার পঠিত

যুক্তরাজ্যের ডনকাস্টার থেকে লন্ডনের কিংস ক্রসগামী একটি ট্রেনে ভয়াবহ ছুরিকাঘাতের ঘটনায় অন্তত ৯ জন যাত্রী গুরুতরভাবে আহত হয়েছেন। শনিবার (১ নভেম্বর) সন্ধ্যায় কেমব্রিজশায়ারের হান্টিংডন স্টেশনের কাছে এ হামলার ঘটনা ঘটে।

ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ (বিটিপি) জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ২ ব্যক্তিকে আটক করা হয়েছে। হামলার পেছনে কোনো সন্ত্রাসী সংশ্লিষ্টতা আছে কি না, তা খতিয়ে দেখতে সন্ত্রাসবিরোধী ইউনিট তদন্তে সহযোগিতা করছে।

স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩৯ মিনিটে ট্রেনটি হান্টিংডন স্টেশনে থামানোর পর সশস্ত্র পুলিশ অভিযান চালায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওচিত্রে দেখা যায়, যাত্রীরা আতঙ্কে দৌড়ে বেড়াচ্ছেন এবং চিৎকার করছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রেনের ভেতরের দৃশ্য ছিল ভয়াবহ। রক্তাক্ত এক ব্যক্তি দৌড়ে এসে যাত্রীদের সতর্ক করতে থাকেন। মুহূর্তেই সবাই আতঙ্কে অন্য বগিতে পালাতে শুরু করেন।

আরেকজন প্রত্যক্ষদর্শীর বর্ণনা অনুযায়ী, প্ল্যাটফর্মে এক ব্যক্তিকে বড় ছুরি হাতে দেখা যায়। পরে পুলিশ টেজার ব্যবহার করে তাকে নিয়ন্ত্রণে নেয়।

ঘটনা সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টার্মার বলেন, এটি ছিল একটি ‘বীভৎস ও নিন্দনীয়’ আক্রমণ। তিনি আহতদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন এবং দ্রুত সাড়া দেওয়া জরুরি সেবাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদও ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, তদন্ত চলমান অবস্থায় কেউ যেন অনুমাননির্ভর বক্তব্য না দেন। তিনি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান।

এদিকে ঘটনাস্থল দিয়ে চলাচলকারী ট্রেন রুটগুলো সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। যাত্রীদের বিকল্প ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছে রেল কর্তৃপক্ষ। আটক দুই ব্যক্তির পরিচয় বা হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনো কোনো তথ্য প্রকাশ করেনি পুলিশ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com