শুক্রবার, ০৯:০৬ পূর্বাহ্ন, ০৭ নভেম্বর ২০২৫, ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

মেক্সিকোতে সুপারমার্কেটে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ২৩

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ১১ বার পঠিত

মেক্সিকোর সোনোরা প্রদেশে একটি সুপারমার্কেটে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২৩ জন নিহত হয়েছেন।

শনিবার হেরমোসিলো শহরের কেন্দ্রস্থলে ওয়ালডো’স নামের এ সুপারমার্কেটে বিস্ফোরণ ঘটে। এতে আরও ১১ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

আল জাজিরা সূত্রে খবর, সোনোরা রাজ্যের গভর্নর আলফনসো দুরাজো এক ভিডিও বার্তায় জানান, দুঃখজনকভাবে উদ্ধার করা নিহতদের মধ্যে কয়েকজন অপ্রাপ্তবয়স্কও রয়েছে।

তিনি আরও জানান, আহতদের হেরমোসিলোর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় জননিরাপত্তা কর্তৃপক্ষ জানিয়েছে, এটি কোনো “আক্রমণ” বা “সহিংস কর্মকাণ্ড” নয়। বিস্ফোরণটি এমন এক সময়ে ঘটেছে, যখন মেক্সিকো জুড়ে উদযাপন করা হচ্ছিল ‘ডে অব দ্য ডেড’ উৎসব। যে উৎসবে প্রিয় মৃত আত্মীয়দের স্মরণ করা হয়।

গভর্নর দুরাজো বলেন, ‘আমি এই ঘটনার কারণ নির্ধারণ ও দায়ীদের চিহ্নিত করতে একটি স্বচ্ছ তদন্তের নির্দেশ দিয়েছি।’

তিনি আরও যোগ করেন, ‘কেউ একা এই বেদনা বহন করবে না। শুরু থেকেই জরুরি, নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা সংস্থাগুলো পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং বহু প্রাণ রক্ষা করেছে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com