রবিবার, ০১:০০ অপরাহ্ন, ২৬ অক্টোবর ২০২৫, ১০ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

৯৫০ গোলের মাইলফলক ছুঁয়ে রোনালদোর ইতিহাস

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ২ বার পঠিত

ক্রিস্টিয়ানো রোনালদো তার বর্ণিল ফুটবল ক্যারিয়ারে আরও একটি স্বর্ণালী অধ্যায় যোগ করলেন। শনিবার সৌদি প্রো লিগে আল নাসরের হয়ে আল হাজমের বিপক্ষে গোল করে ইতিহাস গড়েছেন পর্তুগিজ তারকা-পুরুষ ফুটবলের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ছুঁয়েছেন ৯৫০ ক্যারিয়ার গোলের মাইলফলক।

বুরায়দাহর কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে ম্যাচের ৮৮তম মিনিটে গোল করেন রোনালদো, যা আল নাসরের লিড দ্বিগুণ করে ২-০ ব্যবধানে জয়ের নিশ্চয়তা দেয়। এই গোলটি ছিল তার চলতি লিগ মৌসুমে ষষ্ঠ এবং সব প্রতিযোগিতা মিলিয়ে সপ্তম গোল।

ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে ২০২২ সালের ডিসেম্বরে আল নাসরে যোগ দেওয়ার পর থেকেই রোনালদো আছেন গোলের বন্যায়-এরই মধ্যে ক্লাবটির হয়ে শতাধিক গোল করে ফেলেছেন তিনি।

এই অসাধারণ কীর্তি আসে এমন এক সময়, যখন তার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিও ভাঙেন রোনালদোর এক পুরনো রেকর্ড-সবচেয়ে দ্রুত ৮৯০ গোলের মাইলফলক ছোঁয়ার। ইন্টার মায়ামির হয়ে ন্যাশভিলের বিপক্ষে ৩–১ গোলের জয়ে জোড়া গোল করেন মেসি, যার ফলে তার ক্যারিয়ার গোল এখন ৮৯১।

যদিও দুজনেই ক্যারিয়ারের শেষ প্রান্তে পৌঁছেছেন, তাদের ফুটবল প্রতিভার আলো এখনও বিশ্বজুড়ে দর্শকদের মুগ্ধ করে যাচ্ছে। বয়সের হিসেবে মেসি (৩৮ বছর ১২২ দিন) সবচেয়ে কম বয়সে ৮৯০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন, যেখানে রোনালদোর বয়স ছিল ৩৯ বছর ৮৯ দিন। সংখ্যার দিক থেকে মেসি করেছেন ১,১৩১ ম্যাচে, আর রোনালদো ১,২২০ ম্যাচে।

তাদের প্রতিদ্বন্দ্বিতা যদিও এখন আর লা লিগায় সীমাবদ্ধ নয়, তবু আবেগ ও উত্তেজনা একটুও কমেনি। দুজনই নিজেদের ভবিষ্যৎ নিশ্চিত করেছেন-মেসি ২০২৮ সাল পর্যন্ত ইন্টার মায়ামিতে, আর রোনালদো ২০২৭ পর্যন্ত আল নাসরে চুক্তিবদ্ধ-মানে তাদের ফুটবল জাদু উপভোগ করার সুযোগ থাকবে আরও কয়েক বছর।

রোনালদোর ক্যারিয়ার গোলের বিবরণ:

ক্লাব / দেশ                                                    গোল সংখ্যা

স্পোর্টিং সিপি (পর্তুগাল)                                    ৫

ম্যানচেস্টার ইউনাইটেড (ইংল্যান্ড)               ১৪৫

রিয়াল মাদ্রিদ (স্পেন)                                      ৪৫০

জুভেন্টাস (ইতালি)                                          ১০১

আল নাসর (সৌদি আরব)                                ১০৬

পর্তুগাল জাতীয় দল                                        ১৪৩

মোট     ৯৫০

পুরুষ ফুটবলে সর্বাধিক ক্যারিয়ার গোল:

খেলোয়াড়                          ক্যারিয়ার গোল

ক্রিস্টিয়ানো রোনালদো              ৯৫০

লিওনেল মেসি                              ৮৯১

পেলে                                            ৭৬২

রোমারিও                                       ৭৫৬

ফেরেঙ্ক পুসকাস                            ৭২৫

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com