বরিশাল জেলার গৌরনদী উপজেলার অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী,সেনা, নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যদের কার্যালয় সোমবার সকালে ১০টায় উদ্বোধন করা হয়েছে।
কার্যালয়ের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোহাম্মদ ইব্রাহিম।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ বখতিয়ার আহমেদ।
বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার মোঃ মনির হোসেন, অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মোহাম্মাদ আলী এবং অবসরপ্রাপ্ত নৌবাহিনীর সদস্য মোঃ হুমায়ূন কবির হিমু। সঞ্চালনা করেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও পৌর আমির আলহাজ্ব মাওলানা হাফিজুর রহমান।
প্রধান অতিথি বক্তব্যে বলেন আপনারা যারা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্য, তাদের মেধা ও অভিজ্ঞতাকে সমাজের উন্নয়নমূলক কাজে ব্যবহার করতে চাই।”
এ জাতীয় আরো খবর..