নিকি নিকোলের সঙ্গে জমজমাট প্রেম চলছে বার্সেলোনার ১৮ বছর বয়সী স্প্যানিশ তারকা লামিনে ইয়ামালের। বাইরে এ নিয়ে নানা সমালোচনা থাকলেও তরুণ এই সেনসেশন পাত্তাই দিচ্ছেন না। তারা আছেন নিজেদের মতোই।
সোশ্যাল মিডিয়ায় বান্ধবীর সঙ্গে ঘনিষ্ঠ ছবিও পোস্ট করেছেন ইয়ামাল। অথচ ইনজুরিতে ভুগছেন এই স্প্যানিশ নতুন সেনসেশন। তারকাদের সঙ্গে ভক্তদের সংযোগের জন্য সোশ্যাল মিডিয়াই এখন প্রধান মাধ্যম। বার্সা তারকার ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি পোস্ট করা হয়েছে, সেগুলোর মাঝে আছে নিকি নিকোলের সঙ্গে ছবিও। দুটি ছবি কোলাজ করা হয়েছে, যাতে দেখা যাচ্ছে নিকোলকে চুমু খাচ্ছেন ইয়ামাল। মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ছবি দুটি।
গত ১১ সেপ্টেম্বর দুজনের প্রেমের বিষয়টি প্রকাশ হওয়ার পর থেকে নিকি নিকোল ও লামিন ইয়ামাল বিনোদন ও ক্রীড়া জগতে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। ল্যাটিন আরবান মিউজিকের শিল্পী নিকোল সম্প্রতি তিনি নিজের শহর রোসারিওতে আড়াই লাখের বেশি দর্শকের সামনে পারফর্ম করেছেন। মাঠের ফুটবলের চেয়ে মাঠের বাইরের ঘটনা নিয়েই বেশি আলোচনায় লামিনে ইয়ামাল। জুনের ছুটির সময় থেকে এখন পর্যন্ত কয়েকজন নারীর সঙ্গে নাম জড়িয়েছে তার।
অন্যদিকে চোটাক্রান্ত ইয়ামালের মাঠে ফেরা এখনও নিশ্চিত হয়নি। বার্সেলোনার কোচ হান্সি ফ্লিক আশা করছেন, পুনর্বাসন প্রক্রিয়া ঠিকঠাক চললে আগামী ১৮ অক্টোবর জিরোনার বিপক্ষে ম্যাচে ইয়ামালকে দেখা যেতে পারে। চ্যাম্পিয়নস লিগে পিএসজির বিপক্ষে ম্যাচে তিনি ইনজুরিতে আক্রান্ত হয়েছিলেন। তাই তার বিষয়ে খুবই সতর্ক বার্সেলোনা।
এদিকে ইয়ামালকে বেশ কয়েকজন তারকা খেলোয়াড়ও সাবধান করে দিয়েছেন। বার্সার সাবেক মিডফিল্ডার এমানুয়েল পেতিত অবশ্য ইয়ামালকে সরাসরি সতর্ক করে দিয়েছেন। তবে স্পেন জাতীয় দলের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে ভিন্ন সুরে কথা বলেছেন। তাঁর আহ্বান, ব্যক্তিজীবন নিয়ে সমালোচকদের বাড়াবাড়ি বন্ধ করে ইয়ামালের খেলাউপভোগ করা উচিত। কারণটা স্পষ্ট। গত মৌসুমে বার্সাকে ঘরোয়া ট্রেবল (লা লিগা, কোপা দেল রে, সুপার কাপ) জেতাতে দারুণ ভূমিকা রেখেছিলেন ইয়ামাল।