এশিয়া কাপে গ্রুপপর্বের পর সুপার ফোরেও পাকিস্তানকে অনায়াসে হারাল ভারত। প্রথমে ব্যাট করে ১৭১ রানে থামে সালমান আলি আগার দল। জবাব দিতে নেমে ৭ বল ও ৬ উইকেট হাতে রেখেই লক্ষ্য পেরিয়ে যায় ভারত।
শুধু চলতি এশিয়া কাপের এই দুইটি ম্যাচই নয়, টুর্নামেন্টের আগে অন্য চার টি-টোয়েন্টি ম্যাচেও ভারতের কাছে হেরেছে পাকিস্তান। অর্থাৎ, আজসহ মোট ছয়টি ম্যাচে টানা জিতল ভারত। এর মাধ্যমে রচিত হলো ইতিহাসও। দুই দলের দ্বৈরথের ইতিহাসে আগে টানা ৫ ম্যাচের বেশি জেতেনি কেউ। এছাড়াও পাকিস্তানের বিপক্ষে ভারতের সবচেয়ে বড় লক্ষ্য তাড়া করে জয়ের ঘটনাও এটি।
১৭২ রানের লক্ষ্যে খেলতে নামা ভারতের কাজটি করে দিয়েছেন দুই ওপেনারই। উদ্বোধনী জুটিতে ১০ ওভারের আগেই ১০৫ রান যোগ করেন অভিষেক শর্মা ও শুভমান গিল। খেলা মূলত শেষ হয়ে যায় ওখানেই। তবে এরপর কিছুটা চাপ সৃষ্টির চেষ্টা করেন পাকিস্তানের বোলাররা। শেষ পর্যন্ত সেটি অবশ্য কাজে আসেনি।
দলীয় ১০৫ রানে শুভমানকে (২৮ বলে ৪৭) ফেরানোর পরের ওভারেই সূর্যকুমারকে ফেরায় পাকিস্তান। ৩৯ বলে ৬টি চার ও ৫ ছক্কায় ৭৪ রান করা অভিষেকও ফেরেন ১২৩ রানের মাথায়। ১৭ বলে ১৩ রানের ধীরগতির ইনিংস খেলেন সাঞ্জু স্যামসন। তবে তিলক ভার্মার ঠান্ডা মাথায় ১৯ বলে ৩০ রানের অপরাজিত ইনিংসে সহজ জয় পায় ভারত। ৭ রানে অপরাজিত থাকেন হার্দিক পান্ডিয়া।
এদিন প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭১ রানেই থামতে হয়েছে পাকিস্তানকে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিং করতে নেমে দারুণ শুরুর ইঙ্গিত দেন ফখর জামান ও সাহিবজাদা ফারহান। যদিও তৃতীয় ওভারের তৃতীয় বলে দলীয় ২১ রানে ফেরেন ৯ বলে ১৫ রান তোলা ফখর। তবে এরপর দলের রান দারুণভাবে সচল রেখে ৯৩ পর্যন্ত নিয়ে যান ফারহান ও সাইম।
১৭ বলে ২১ রান করে শিভাম দুবের করা ১১তম ওভারের তৃতীয় বলে ক্যাচ দিয়ে ফেরেন সাইম (১৭ বলে ২১)। তার পতনের পরই এলোমেলো হয়ে যায় পাকিস্তানের ব্যাটিং। ১১৫ রানের মধ্যেই হারিয়ে বসে ৪ উইকেট। এর মধ্যে আউট হন ৪৫ বলে ৫৮ (আন্তর্জাতিক ক্রিকেটে চতুর্থ ফিফটি) রান করা ফারহান ও ১১ বলে ১০ রান করা হুসাইন তালাত।
এরপর মোহাম্মদ নওয়াজ ও সালমান মিলে ৩৪ রান যোগ করলেও সময়ের দাবি অনুযায়ী তা ছিল ধীরগতির। ১৯তম ওভারের তৃতীয় বলে নওয়াজ ফিরলে ভাঙে এই জুটি। ১৯ বলে ২১ রান আসে তার ব্যাট থেকে। শেষদিকে অধিনায়ক সালমানের ১৩ বলে ১৭ ও ফাহিম আশরাফের ৮ বলে ২০ রানের ক্যামিওতে লড়াইয়ের পুঁজি পায় পাকিস্তান। প্রথম ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ৯১ রান তোলা পাকিস্তান শেষ ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে করে ৮০ রান। তাতে ১৭১ রানেই থামে দলটি।