বোলিংয়ে কাজের কাজটা করলেও ব্যাটিং যেন ভুলেই গেছেন পাকিস্তানের ওপেনার সাইম আইয়ুব। ভারতের বিপক্ষে গতকাল রবিবার হাইভোল্টেজ ম্যাচেও হাসেনি সাইমের ব্যাট। প্রথম বলেই আউট হয়েছেন এই ওপেনার। এর মাধ্যেমে লজ্জার একটি রেকর্ডও গড়ে ফেললেন তিনি।
গতকাল ইনিংস উদ্বোধন করতে নেমে হার্দিক পান্ডিয়ার করা একটি লেন্থ ডেলিভারিতে দুর্বল শট করেন সাইম। সরাসরি সেটি পয়েন্টে গিয়ে তালুবন্দী হয় জাসপ্রিত বুমরাহর কাছে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি সাইমের সপ্তমবারের মতো ‘শূন্য’ রানে আউট হওয়ার ঘটনা। অনাকাঙ্ক্ষিত এই রেকর্ডের মাধ্যমে তিনি পাশে বসেছেন বাবর আজম, মোহাম্মদ হাফিজ ও কামরান আকমলের।
অনাকাঙ্ক্ষিত এই রেকর্ড সবার ওপরের নাম সাবেক উইকেটকিপার ব্যাটার উমর আকমলের। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০ বার ‘শূন্য’ রানে আউট হওয়ার লজ্জা আছে উমরের। পরের স্থানটিই সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদির। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে ৮ বার কোনো রান না করেই বিদায় নিয়েছেন সাবেক এই অলরাউন্ডার।
টি-টোয়েন্টিতে পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি ‘শূন্য’
উমর আকমল- ৮৪ ম্যাচে ১০ বার
শহিদ আফ্রিদি- ৯৮ ম্যাচে ৮ বার
সাইম আইয়ুব- ৪৩ ম্যাচে ৭ বার
কামরান আকমল- ৫৮ ম্যাচে ৭ বার
মোহাম্মদ হাফিজ- ১১৯ ম্যাচে ৭ বার
বাবর আজম- ১২৮ ম্যাচে ৭ বার
সাইমের দ্রুত আউটের পর দলের অন্য ব্যাটাররাও ছন্দ পাননি। ফলে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৭ রানের বেশি করতে পারেনি পাকিস্তান। পরে ব্যাট করে যেই রান ৭ উইকেট হাতে রেখেই অতিক্রম করে ভারত।