রাজধানীর রূপনগরের শিয়ালবাড়ী এলাকায় রাসায়নিকের গুদামে লাগা আগুন পুরোপুরি নেভানো যায়নি। বুধবার সকাল সাড়ে ১০টায়ও গুদাম থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টার কিছু পরে সেখানে আগুন লাগে।
একই সময়ে আগুন লাগা গুদামের বিপরীত পাশের পোশাক কারখানার আগুন মঙ্গলবারই নেভানো গেছে।
প্রসঙ্গত, চারতলা ভবনটি থেকে উদ্ধার করা হয়েছে ১৬ জনের মৃতদেহ। পুড়ে অঙ্গার হওয়ায় তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহগুলো পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ মর্গে। রাত থেকেই সেখানে ভিড় জমিয়েছেন নিখোঁজ ব্যক্তির স্বজনরা। বুধবার সকালে তাদের কেউ কেউ মরদেহগুলো দেখে নিজের স্বজন বলে দাবি করেছেন। তবে সংশ্লিষ্ট দায়িত্বশীলরা বলছেন, ডিএনএ পরীক্ষা ছাড়া পরিচয় নিশ্চিত হওয়া কঠিন।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম গণমাধ্যকে বলেন, ‘রাসায়নিক গুদামের আগুন এখনো নেভানো যায়নি। আরও কত সময় লাগবে সেটাও নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করে যাচ্ছেন।’