মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে, ওয়াশিংটন ফিলিস্তিনির সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে খুব গভীরভাবে আলোচনা করছে এবং গাজায় আটক সকল জিম্মিকে মুক্তি দেওয়ার জন্য তাদের প্রতি আহ্বান জানিয়েছে।
ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমরা হামাসের সঙ্গে খুব গভীর আলোচনা করছি। হামাস যদি ইসরায়েলিদের জিম্মি করে রাখতে থাকে তবে পরিস্থিতি কঠিন এবং কঠিন হবে।’
এছাড়া রবিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প বলেন, ‘ইসরায়েল আমার শর্ত মেনে নিয়েছে। এবার হামাসকেও মানতে হবে। আমি হামাসকে সতর্ক করেছি, শর্ত না মানলে এর পরিণতি ভোগ করতে হবে। এটি আমার শেষ সতর্কবার্তা।’
এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবের প্রতি সাড়া দিয়ে হামাস জানিয়েছে যে, তারা তাৎক্ষণিকভাবে আলোচনার টেবিলে বসতে প্রস্তুত।
পরিসংখ্যান অনুসারে, ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলে এক হামলার পর হামাস ২৫০ জনেরও বেশি লোককে গাজায় জিম্মি করে।
গাজায় হামাসের হাতে এখনো প্রায় ৫০ জন ইসরায়েলি জিম্মি রয়েছেন, যাদের মধ্যে ২০ জন এখনো জীবিত বলে ধারণা করা হচ্ছে।