ওয়াশিংটন ডিসিতে ট্রাম্প প্রশাসনের সেনা মোতায়েনের প্রতিবাদে একটি বৃহৎ বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভকারীরা জাতীয় গার্ড এবং ফেডারেল সরকারের পদক্ষেপের বিরুদ্ধে রাস্তায় নামে এবং স্থানীয় সরকারের স্বায়ত্তশাসন ফিরিয়ে আনার দাবি জানান।
শনিবার এ বিক্ষোভে অংশ নেন হাজার হাজার মানুষ। ‘উই আর অল ডি.সি’ শ্লোগান দিতে দিতে তারা যুক্তরাষ্ট্রের রাজধানীর প্রধান সড়কগুলোতে মিছিল করেন।
আয়োজকরা জানিয়েছেন, অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করলেও পুলিশ কিছু অংশগ্রহণকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়।
মেট্রোপলিটন পুলিশ জানায়, ৪২৫ জনের বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগের মধ্যে রয়েছে- পুলিশ বা নিরাপত্তা বাহিনীর ওপর হামলা এবং নিষিদ্ধ কোনো সংগঠনের প্রতি সমর্থন প্রদর্শন।
প্রতিবাদকারীরা অভিযোগ করেছেন, কার্ডবোর্ডে লেখা ‘আই অ্যাপোজ জেনোসাইড। আই সাপোর্ট প্যালেস্টাইন অ্যাকশন’ এর মতো স্লোগান ধরার কারণে পুলিশ তাদের গ্রেপ্তার করেছে।
সংঘর্ষের সময় পুলিশের লাঠিচার্জ এবং পানি ও প্লাস্টিক বোতল নিক্ষেপের ঘটনায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এক বিক্ষোভকারীর মুখে রক্তাক্ত চিহ্ন দেখা যায়।
এই বিক্ষোভকে ওয়াশিংটনের রাজনৈতিক বিশেষজ্ঞরা স্থানীয় স্বায়ত্তশাসন এবং নাগরিক অধিকার সংরক্ষণের লক্ষ্যে গণতান্ত্রিক প্রতিবাদের একটি বড় উদাহরণ হিসেবে দেখছেন।