মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অদ্ভুত খবর ছড়িয়ে পড়ে। এক্সসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ‘ট্রাম্প মারা গেছেন’ এই খবর ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল। এ ঘটনায় সরাসরি ক্ষোভ প্রকাশ করে ট্রাম্প বলেছেন, তার মৃত্যুর খবরটি পুরোটাই ভুয়া।
ফক্স নিউজ জানিয়েছে, গতকাল মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প তার স্বাস্থ্য সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া গুজব উড়িয়ে দেন।মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি সপ্তাহান্তে ‘খুব সক্রিয়’ ছিলেন।
ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের মৃত্যুর বিষয়ে জল্পনাকে ‘ভুয়া খবর’ বলে জানান ট্রাম্প। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘আমি দুই দিন ধরে কিছু (সম্মেলন) করিনি। তাই তারা বলেছিল তার অবশ্যই কিছু সমস্যা আছে।’
সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেন, সপ্তাহের শেষ দিকে আপনার মৃত্যু নিয়ে একটা ভাইরাল সোশ্যাল মিডিয়া ট্রেন্ড শুরু হয়। আপনি কীভাবে জানতে পারলেন যে আপনি মারা গেছেন? বিষয়টি কি দেখেছেন?
জবাবে ট্রাম্প জানান, তিনি মিডিয়া ট্রেন্ড হওয়ার বিষয়টি জানতেন না। তবে এ নিয়ে সংবাদমাধ্যমের খবর দেখেছেন। সংবাদমাধ্যমের এ ধরনের ভূমিকায় তিনি অসন্তুষ্ট বলেও জানান।
সাংবাদিক আরও প্রশ্ন করেন, শনিবার সকাল পর্যন্ত আপনার মৃত্যুর খবর নিয়ে ১৩ লাখ ব্যবহারকারী আলোচনা করেছেন।
জবাবে ট্রাম্প বলেন, ‘সত্যি বলছেন? আমি তো এটি দেখিইনি। আমি জানি, ব্যাপারটা বেশ পাগলামি, কিন্তু গত সপ্তাহে আমি অনেকগুলো সংবাদ সম্মেলন করেছি, সবগুলোই সফল ছিল। সেগুলো খুব ভালোভাবে হয়েছে, যেমন এটা এখন হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘তারপর আমি দুই দিন কোনো সম্মেলন করিনি, আর তারা বলা শুরু করল, ‘‘নিশ্চয়ই তার কিছু একটা হয়েছে’’।’
পূর্বসূরি জো বাইডেনের সঙ্গে তুলনা করে ট্রাম্প বলেন, ‘বাইডেন তো মাসের পর মাস ধরে সামনে থাকতেন না। আপনারা তাকে দেখতেই পেতেন না। অথচ কেউ কখনো বলেনি যে তার কিছু একটা হয়েছে। আর আমরা তো জানি, তিনি তখন দারুণ ফিট ছিলেন।’
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘আপনি তো জানেন, আমি একজনের সঙ্গে প্রায় দেড় ঘণ্টার একটা সাক্ষাৎকার দিয়েছিলাম। আর সবাই দেখেছে যে সেটা আপনাদেরই এক প্রতিদ্বন্দ্বীর চ্যানেলে ছিল। আমি অনেকগুলো শোতে অংশ নিয়েছি এবং ট্রুথ সোশ্যালে অনেকগুলো পোস্ট দিয়েছি। আমার মনে হয়, সেগুলো বেশ তাৎপর্যপূর্ণ ছিল।’
সপ্তাহের শেষ দিকে বিভিন্ন কাজে সক্রিয় ছিলেন জানিয়ে ট্রাম্প বলেন, ‘আমি খুব সক্রিয় ছিলাম। তারা এটাও জানত যে আমি পোটোম্যাক নদীর কাছে আমার নিজের ক্লাবে কিছু লোকের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম।’
নিজের মৃত্যুর খবরকে ‘পুরোটাই ভুয়া’ অভিহিত করে গণমাধ্যমকে আক্রমণ করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘এই ধরনের খবরের কারণেই গণমাধ্যমের গ্রহণযোগ্যতা দিন দিন কমছে।’