পশ্চিম সুদানের মাররা পাহাড়ি এলাকায় ভয়াবহ ভূমিধসে অন্তত এক হাজার মানুষের মৃত্যু হয়েছে। বিদ্রোহী সংগঠন সুদান লিবারেশন মুভমেন্ট/আর্মি এ তথ্য জানিয়েছে।
তাদের দাবি, কয়েক দিনের টানা বৃষ্টির পর রবিবার এই ভূমিধস ঘটে। এতে উত্তর দারফুরের তারাসিন গ্রাম প্রায় পুরোপুরি মাটিচাপা পড়ে যায়। কেবল একজন জীবিতকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
সংগঠনটি জানিয়েছে, যুদ্ধের কারণে অনেক মানুষ ঘরবাড়ি ছেড়ে মাররা পাহাড়ে আশ্রয় নিয়েছিলেন। সেখানেই এই ভয়াবহ দুর্যোগ ঘটে।
বিবিসি সূত্রে জানা গেছে, বিদ্রোহীরা জাতিসংঘসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে জরুরি মানবিক সহায়তার আহ্বান জানিয়েছে।
উল্লেখ্য, ২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী ও র্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) মধ্যে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর দেশটি এক ভয়াবহ খাদ্যসংকটে পড়েছে। পশ্চিম দারফুরে গণহত্যার অভিযোগও রয়েছে।
যদিও গৃহযুদ্ধের ফলে কতজন নিহত হয়েছেন তা সঠিকভাবে বলা হয়নি, তবে গত বছর একজন মার্কিন কর্মকর্তা অনুমান করেছিলেন যে- সংঘাত শুরু হওয়ার পর থেকে প্রায় ১ লাখ ৫০ হাজার মানুষ মারা গেছেন। প্রায় ১ কোটি ২০ লাখ মানুষ তাদের বাড়ি ছেড়ে পালিয়েছেন।