আবহাওয়া অফিস দেশের ৩ বিভাগে ভারি থেকে অতিভারি বর্ষণের আভাস দিয়েছে। ভারি বর্ষণের কারণে চট্টগ্রামে ভূমিধসের আশঙ্কাও রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। সোমবার (২৮ জুলাই) বিকালে আবহাওয়া অফিসের বৃষ্টিপাতের সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে আজ (সোমবার) বিকাল ৪টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় ভারি (৪৪-৮৮ মি.মি./২৪ ঘণ্টা) থেকে অতিভারি (১৮৮ মি.মি./২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।
অতিভারি বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে।