বৃহস্পতিবার, ০৪:০৮ পূর্বাহ্ন, ১০ জুলাই ২০২৫, ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

এবার হলিউডের সিনেমায় শাকিব খান

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১৩ বার পঠিত

ঢালিউড- বলিউড ছাড়িয়ে এবার হলিউড সিনেমায় নাম লেখাতে যাচ্ছেন ঢাকাই সিনেমার কিং শাকিব খান। ক্রাইম-থ্রিলারধর্মী হলিউডের একটি সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করবেন তিনি। এ সিনেমায় অভিনয়ের মাধ্যমে হলিউডে অভিষেক হতে চলেছে ‘ঢালিউড কিং’ খ্যাত অভিনেতার। এক গণমাধ্যমকে এমন তথ্য জানিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নির্মাতা আসিক আকবর। তবে সিনেমাটির নাম এখনও চূড়ান্ত হয়নি।

নতুন এই সিনেমা সম্পর্কে খুব বেশি তথ্য না দিলেও নির্মাতা আসিফ জানান, ‘এই মুহূর্তে একটি নতুন সিনেমার পাণ্ডুলিপির কাজ চলছে আর সেখানে প্রধান চরিত্রে অভিনয় করবেন শাকিব খান।’ তিনি আরও বলেন, এই সিনেমায় দুটি প্রধান নারী চরিত্র রয়েছে। শাকিব খানের বিপরীতে এই দুটি নায়িকার চরিত্রে অভিনয় করবেন একজন বাংলাদেশী অভিনেত্রী এবং অন্যটিতে হলিউডের একজন অভিনেত্রী। এমনকি সিনেমায় খলনায়ক হিসেবে দেখা যাবে হলিউডের জনপ্রিয় এক তারকাকে।

তবে কারা সেই হলিউড অভিনয় শিল্পী সেই নাম এখনই প্রকাশ করতে চাননি পরিচালক আসিফ আকবর। আগামী মাসের শুরুর দিকে সিনেমাটিতে কারা অভিনয় করবেন সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালে হলিউডের এই সিনেমায় বাংলার শাকিব খানকে দেখতে পারবেন বিশ্ববাসী।

উল্লেখ্য, হলিউডে  অ্যাস্ট্রো’, ‘বনইয়ার্ড’, ‘স্মোক ফিল্ড লাংস’,‘দ্য কমান্ডো’র মতো সিনেমা নির্মাণ করেছেন নির্মাতা আসিফ আকবর। এছাড়া বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় জনপ্রিয় স্পাই থ্রিলার ‘মাসুদ রানা’ অবলম্বনে ‘এমআর–নাইন’সহ জনপ্রিয় একাধিক সিনেমার নির্মাতাও তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com