ইংলিশ প্রিমিয়ার লিগে গতকাল রবিবার রাতে জয় পেয়েছে আর্সেনাল। তাতে শিরোপা যে লিভারপুলের গতকালই নিশ্চিত হচ্ছে না, সেটা জানা গেছে। তবে জয় নিয়ে নিজেদের কাজটা ঠিকই করে রাখল আর্না স্লটের দল। আর এক ম্যাচ জিতলেই প্রিমিয়ার লিগের শিরোপা নিশ্চিত হবে অলরেডদের।
গতকল লেস্টার সিটির মাঠে ১-০ গোলের কষ্টার্জিত জয় পায় লিভারপুল। দলের হয়ে একমাত্র গোল পান ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড। কালকের জয়ের পর ৩৩ ম্যাচে ২৪ জয় ও ৭ ড্রয়ে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। ১৩ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আর্সেনাল।
এদিকে, লিভারপুলের বিপক্ষে হারের পর প্রিমিয়ার লিগ থেকে অবনমন নিশ্চিত হয়ে গেছে হামজা চৌধুরীর সাবেক ক্লাব লেস্টার সিটির। ১৮ পয়েন্ট নিয়ে ১৯ নম্বরে আছে সাবেক চ্যাম্পিয়নরা।
লিভারপুল কষ্ট করে জিতলেও গতকাল দাপুটে জয় পেয়েছে আর্সেনাল। রিয়ালকে বিদায় করে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল নিশ্চিত করা দলটি পুঁচকে ইপ্সউইচের মাঠে ৪-০ গোলে জিতেছে। গানারসদের হয়ে জোড়া গোল করেছেন লিয়ান্দ্রো ট্রসার্ড একটি করে গোল বুকায়ো সাকা ও ইথান নোয়ানেরির।
রাতের অন্য ম্যাচে হেরেছে সাবেক চ্যাম্পিয়ন উলভারহ্যাম্পটন ওয়ানডারার্স। নিজেদের মাঠেই তারা হেরেছে ১-০ গোলে। ৩৩ ম্যাচে দুই দলেরই পয়েন্ট সমান ৩৮ করে, গোল ব্যবধানে এগিয়ে ১৪ নম্বরে আছে হুবেন আমুরির ম্যানচেস্টার ইউনাইটেড। আরেক ম্যাচে ফুলহ্যামের মাঠে হারের শঙ্কা কাটিয়ে ২-১ গোলের দারুণ জয় পেয়েছে চেলসি।