হে নারী আর কতো নীরব থাকবে,
জেগে ওঠার সময় যে হয়েছে আজ!
নিজেকে প্রতিহত করো,
নয়তো বেঁচে থাকা হবে যে অর্থহীন
কতো আর সহ্য করবে, অন্যায় অবিচার!
নীরব নিশ্চুপ থাকার জন্য যে
তোমার জন্ম হয়নি,
অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াও
সত্যের সামনে নিজেকে তুলে ধরো
আর নিজের অধিকার প্রতিষ্ঠা করো;
স্বার্থপর লোভী মানুষের জন্য মায়া দেখিও না
তারা কি চায় তুমি কি তা জানো? জানোনা!
তারা তোমাকে ব্যবহার করবে,
নিজ স্বার্থসিদ্ধির জন্য
মাথা উচু করে বাঁচার অধিকার
তোমার ও যে আছে!
তুমি নারী সেটা না ভেবে
নিজেকে মানুষ ভাবো
শেষ রক্তবিন্দু দিয়ে হলেও স্বার্থপর,
লোভী মানুষের বিরুদ্ধে রুখে দাঁড়াও,
নিজের স্বপ্নকে পদদলিত না করে।
অমানুষকে মানুষ না বানাতে পারলেও,
দ্বিতীয় অমানুষের যেন জন্ম না হয়!
হে নারী! বেড়িয়ে আসো তোমার অসহায়ত্ব থেকে
এ পৃথিবীটাকে একটি নতুন পৃথিবীর জন্ম দেই,
উপহার দেই নারী না একটি পূর্ণ মানুষের!
আমরা মরে গিয়ে হলেও
একটি মানুষের জন্ম হোক
সে তার অধিকার নিয়ে বাঁচুক,
ফিরে পাক বেঁচে থাকার আবাসস্থল।
-তাজিয়া
নারী দিবসে সকল নারীর প্রতি শ্রদ্ধা আর হৃদয় নিংড়ানো ভালোবাসা! সকলের প্রতি শুভেচ্ছা রইলো!