নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, ‘ডান-বামের বাইনারির মধ্যে না যেয়ে মধ্যপন্থী দল হিসেবে কার্যক্রম পরিচালনা করবে এনসিপি।’
আজ মঙ্গলবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
আখতার হোসেন বলেন, ‘স্বাধীনতার মূলমন্ত্র অধরা থেকে গেছে। এনসিপি এই মূলমন্ত্র বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ।’
সদস্য সচিব আখতার বলেন, ‘প্রিয় দেশবাসী আমরা এক ঐতিহাসিক পরিস্থিতিতে আজ একত্রিত হয়েছি। আমরা স্থানীয় এবং জাতীয় নির্বাচন নিয়ে ভাবছি। অনেকেই আমাদের ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান নিয়ে আলোচনা করছেন। বাংলাদেশের জনগণ একসময় আকাশে এই স্লোগান লিখে দিবে ইনশাল্লাহ।’
তিনি আরও বলেন, ‘আমরা দেশের মানুষের সমর্থন প্রত্যাশা করি।’
এ সময় নাগরিক পার্টির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিশাল সমাবেশের মধ্যদিয়ে নতুন রাজনৈতিক দল হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে জাতীয় নাগরিক পার্টি। পরে ২১৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।