অনেক আশা নিয়েই টুর্নামেন্ট শুরু করেছিল পাকিস্তান। ২৯ বছর পর নিজেদের মাটিতে আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব পেয়েছে তারা। অথচ, নিজেদের আয়োজিত টুর্নামেন্টে নিজেরাই সবার আগে বাদ পড়ার শঙ্কায়!
গ্রুপপর্বে এরই মধ্যে নিউজিল্যান্ড ও ভারতের কাছে হেরে বসেছে পাকিস্তান। ম্যাচ বাকি শুধু বাংলাদেশের বিপক্ষে। তবে মাত্র এক ম্যাচ বাকি থাকলেও কাগজে-কলমে এখনো টুর্নামেন্টে টিকে আছে পাকিস্তান। তবে তাদের অনেক কিছু নির্ভর করছে বাংলাদেশের পারফরম্যান্সের ওপর।
টুর্নামেন্টে বাংলাদেশও প্রথম ম্যাচে হেরে গেছে ভারতের বিপক্ষে। আজ সোমবার রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে নাজমুল হোসেন শান্তর দল। এই ম্যাচ জিতলে সরাসরি সেমিফাইনাল নিশ্চিত করবে নিউজিল্যান্ড ও ভারত। কারণ, গ্রুপপর্বে তখন ২টি করে জয় হয়ে যাবে দুই দলেরই। অন্যদিকে, টুর্নামেন্টে টিকে থাকতে হলে এই ম্যাচ জিততেই হবে টাইগারদের। পাকিস্তানও টুর্নামেন্টে টিকে থাকবে বাংলাদেশ ম্যাচ জিতলে। সেক্ষেত্রে গ্রুপের শেষ দুই ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে দলগুলোকে। সেই দুই ম্যাচে পাকিস্তান লড়বে বাংলাদেশের বিপক্ষে আর ভারত লড়বে নিউজিল্যান্ডের বিপক্ষে।
আজ বাংলাদেশ যদি নিউজিল্যান্ডকে হারাতে পারে আর নিজেদের শেষ ম্যাচে পাকিস্তান বাংলাদেশকে বড় ব্যবধানে হারাতে পারে, একইসাথে নিউজিল্যান্ড যদি ভারতের কাছে হারে; তাহলেই কেবল সেমিফাইনালে উঠতে পারবে পাকিস্তান। সমীকরণটা বেশ কঠিন তাদের জন্য।
অন্যদিকে, বাংলাদেশের সেমিফাইনালে খেলতে হলে আজকে তো জিততে হবেই, শেষ ম্যাচে ভারতের বিপক্ষে হার কামনা করতে হবে নিউজিল্যান্ডেরও। অবশ্য, বাকি থাকা ২ ম্যাচে বাংলাদেশ যদি জেতে আর নিউজিল্যান্ডও শেষ ম্যাচে ভারতকে হারায়, তখন দুই দলের পয়েন্ট হবে সমান ৪। সেক্ষেত্রে চলে আসবে রানরেটের হিসাব। তবে এসব সমীকরণ মেলানোর জন্য সবার আগে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে জিততে হবে বাংলাদেশকে।