বুধবার, ১১:৫৭ অপরাহ্ন, ২৭ অগাস্ট ২০২৫, ১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মধ্যপ্রাচ্যে ১৭, বাংলাদেশ ১৮ ফেব্রুয়ারি রোজা শুরু হতে পারে ‘জুলাই সনদ ও সংস্কার হলে ফেব্রুয়ারিতেই নির্বাচনের জন্য প্রস্তুত এনসিপি’ ন্যায্য সমাধান করা হবে, আন্দোলনের প্রয়োজন নেই: ফাওজুল কবির আফগানিস্তানে যাত্রীবাহী বাস উল্টে নিহত কমপক্ষে ২৫ শেখ হাসিনাও তত্ত্বাবধায়ক সরকার চান, ভূতের মুখে রাম নাম : অ্যাটর্নি জেনারেল ‘স্যার সময়মতো ক্লাসে আসেন না’ বলায় ৩৩ ছাত্রকে বেধড়ক পেটালেন শিক্ষক পলক-আনিসুল-সালমান-কামরুলসহ ৬ জন নতুন মামলায় গ্রেপ্তার সীমানা পুনর্নির্ধারণে ইসিতে শেষ দিনের শুনানি চলছে ১৮ হলের ১৩ পদে প্রার্থী তালিকা প্রকাশ অপকর্মের মাফিয়া ‘ব্যাডবয়’ আফ্রিদি

উষ্ণ অভ্যর্থনায় বরণ করে নেয়া হলো লিটন-শান্তদের

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৯ বার পঠিত

ঐতিহাসিক সিরিজ জিতে দেশে ফিরেছে জাতীয় ক্রিকেট দল। কাগজে-কলমে মোটে একটা সিরিজ হলেও, আমাদের মানদণ্ডে প্রাপ্তি বিশাল। পাকিস্তানের মাটিতে তাদের বিপক্ষে টেস্ট সিরিজ জয়, রূপকথার চেয়ে নিশ্চয়ই কম নয়!

যার স্বীকৃতি স্বরূপ সিরিজ জয়ে কীর্তিমাখা ট্রফি নিয়ে দেশে এসেছেন নাজমুল হোসেন শান্তরা। বুধবার রাত সাড়ে ১১টা নাগাদ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন প্রথম বহরের ক্রিকেটাররা। এ সময় রাজকীয়ভাবে তাদের বরণ করে নেয় বিসিবি।

পাকিস্তানের বিপক্ষে টেস্টে অর্জনের খাতা একেবারেই শূন্য ছিল বাংলাদেশের। এবারের আগে ১৩ টেস্ট খেলে হেরেছিল সবগুলো। তবে এবার ইতিহাস রচনা করে টাইগাররা। তাদের মাটিতেই ২-০ তে সিরিজ জিতে ধবলধোলাই দেয় পাকিস্তানকে৷

যা পাকিস্তানের মাটিতে বাংলাদেশের যেকোনো ফরম্যাটে সিরিজ জয়ের রেকর্ড। তাছাড়া প্রায় ১৫ বছর পর বিদেশের মাটিতে টেস্ট সিরিজ জয়ের কীর্তি গড়েছে টাইগাররা। ব্যাটে-বলে দাপুটে ক্রিকেট উপহার দিয়েই নিশ্চিত করেছে সিরিজ।

এমন রাজকীয় পারফরম্যান্সের পর বুধবার রাতে দেশে ফিরেন নাজমুল হোসেন শান্তরা। যেখানে ছিলেন প্রধান কোচ হাথুরুসিংহে ও প্রধান নির্বাচক গাজি আশরাফ হোসেন লিপু। তারাসহ পাকিস্তান থেকে প্রথম বহরে ক্রিকেট ও স্টাফরা মিলে ফেরেন ১৫ জন।

তাদের উষ্ণ অভ্যর্থনা দিয়ে বরণ করে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ফুল হাতে শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ছিলেন পরিচালক আকরাম খান, নাজমুল আবেদিন ফাহিম ও ইফতেখার আহমেদ মিঠু।

এরপর দ্বিতীয় বহর রাত ২ টা ১৫ মিনিটে দোহা হয়ে বাংলাদেশে ফিরেন মুশফিকুর রহিমসহ বাকি দল। ফিরেছেন কোচিং স্টাফের বাকি সদস্যরাও। সামনে ভারর সফর থাকায় ছুটি দেওয়া হচ্ছে না কাউকেই। তবে ছুটি পেয়েছেন সাকিব আল হাসান।

করাচি থেকে দলের সঙ্গে ‍দুবাইয়ে এলেও সেখান থেকে ইংল্যান্ডের বিমান ধরেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। ভারত সিরিজের আগে ইংলিশ কাউন্টিতে সমারসেটের বিপক্ষে সারের হয়ে একটি ম্যাচ খেলবেন তিনি। সেই ম্যাচ শেষে ইংল্যান্ড থেকেই ভারত সফরে রওনা হবেন সাকিব।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com