গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: আগামী ২৫ ডিসেম্বর দেশনায়ক তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) বিকাল ৩টায় বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) নির্বাচনী এলাকার বিএনপির উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা এম জহির উদ্দিন স্বপন। সভায় বক্তারা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসকে সফল করতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন: জহির সাজ্জাদ হান্নান শরীফ, সদস্য সচিব, গৌরনদী উপজেলা বিএনপি। বদিউজ্জামান মিন্টু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, গৌরনদী উপজেলা বিএনপি। শরিফ স্বপন, ভারপ্রাপ্ত আহ্বায়ক, গৌরনদী পৌর বিএনপি। সাইদুল আলম সেন্টু খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, বরিশাল উত্তর জেলা যুবদল। মনির হোসেন মাস্টার, সদস্য সচিব, গৌরনদী উপজেলা যুবদল। সভায় বক্তারা বলেন, তারেক রহমানের এই প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতির জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। এই কর্মসূচিকে সফল করতে তৃণমূলের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
