আল্-আমিন ক্রীড়া চক্রের আয়োজনেকেন্দ্রীয় আল্-আমিন ক্রীড়া চক্রের আয়োজনে চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলায় আগামী ২৫ ডিসেম্বর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হতে যাচ্ছে মতিউর রহমান খান স্মৃতি টুর্নামেন্ট-২০২৫.

ব্যাডমিন্টন।
১.ব্যাডমিন্টন(দ্বৈত)উন্মুক্ত সারাদেশ।
২.ব্যাডমিন্টন(দ্বৈত)শুধু মতলব দঃ উপজেলা।
ক্যারাম।
৩.ক্যারম উন্মুক্ত (দ্বৈত)-
দাবা ও
৪.দাবা উন্মুক্ত।
ইন্টারন্যাশনাল ব্রিজ।
৫.ব্রিজ(ইন্টারন্যাশনাল)বয়স ৪০ এর উপরে।
আপনারা যাহারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক,অতি দ্রুত এন্ট্রি ফি জমা দিয়ে রেজিস্ট্রেশন করে ফেলুন ক্লাব কার্যালয়ে।
রেজিস্ট্রেশন প্রক্রিয়ার শেষ তারিখ আগামী ২২/১২/২০২৫.
জরুরী যোগাযোগের জন্য পোষ্টের দেয়া নাম্বার গুলোতে ফোন করুন।