রবিবার, ০১:০২ পূর্বাহ্ন, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৩ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

অস্ট্রেলিয়ায় ১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ২৩ বার পঠিত

অস্ট্রেলিয়ায় ১৬ বছরের নিচের শিশু-কিশোরদের জন্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ করে বিশ্বে প্রথমবারের মতো কঠোর আইন কার্যকর হয়েছে। নতুন আইনের প্রথম দিনে প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ একে আখ্যা দিয়েছেন ‘প্রধানমন্ত্রী হিসেবে এটা গর্বের দিন’।

বিবিসির প্রতিবেদন সূত্রে জানা গেছে, ইনস্টাগ্রাম, ফেসবুক, থ্রেডস, এক্স, স্ন্যাপচ্যাট, কিক, টুইচ, টিকটক, রেডিট থেকে শুরু করে ইউটিউব-সব বড় সামাজিক যোগাযোগমাধ্যমকেই এখন এই আইন বাস্তবায়ন করতে হবে।

আইন ভাঙলে অভিভাবক বা শিশুদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। তবে প্ল্যাটফর্মগুলো নিয়ম না মানলে সর্বোচ্চ ৪৯.৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার (প্রায় ৩২ মিলিয়ন মার্কিন ডলার বা ২৫ মিলিয়ন পাউন্ড) পর্যন্ত জরিমানার মুখে পড়তে পারে।

সরকারের দাবি, এই নিষেধাজ্ঞার মাধ্যমে শিশুদের ক্ষতিকর অনলাইন কনটেন্ট, মানসিক ক্ষতি এবং শোষণ থেকে রক্ষা করা হবে। কিন্তু সমালোচকদের মতে, এই নীতি উল্টো ঝুঁকি বাড়াতে পারে-কারণ তাতে নাজুক অবস্থায় থাকা কিশোররা আরও বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে এবং শিশুদের অনিয়ন্ত্রিত, অন্ধকার অনলাইন পরিবেশের দিকে ঠেলে দিতে পারে।

বিশ্বের অন্যান্য অনেক দেশই অস্ট্রেলিয়ার এই সাহসী পদক্ষেপটি গভীরভাবে পর্যবেক্ষণ করছে, যদিও সরকার কীভাবে এই উদ্যোগের সফলতা মূল্যায়ন করবে তা এখনো পরিষ্কার নয়।

এদিকে অস্ট্রেলিয়ার কিশোরদের প্রতিক্রিয়া মিশ্র। কেউ কেউ এই নিষেধাজ্ঞাকে “অপমানজনক” বলে মন্তব্য করেছে, আবার কেউ এটিকে স্বল্পমেয়াদি বিরক্তি মনে করে বলেছে, মানিয়ে নিতে বেশি সময় লাগবে না।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com