হাসপাতালের বিছানায় হাতকড়া পরা অবস্থায় সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের একটি ছবি গত দুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে।
অনেকেই দাবি করছেন, ছবিটি তার মৃত্যুর পর বা মৃত্যুর আগমুহূর্তে তোলা। কারও মতে, আইসিইউতেও তিনি হাতকড়া পরা অবস্থায় চিকিৎসা নিয়েছেন।
কারা সূত্র বলছে, সাবেক শিল্পমন্ত্রীর হাতে জোর করে নয়, বরং আলগাভাবে এক হাতে হাতকড়া রাখা হয়েছিল। হাসপাতালে চিকিৎসাধীন থাকার সময় বন্দিদের ক্ষেত্রে এটি প্রচলিত নিয়ম।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুরাতন ভবনের চারতলায় আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন (৭৫) গত সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮টা ১০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরদিন মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) তাকে নরসিংদীতে দাফন করা হয়।
ঢামেক হাসপাতালের একাধিক সূত্র জানায়, ২৭ সেপ্টেম্বর গুরুতর অসুস্থ অবস্থায় তাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ঢামেক হাসপাতালে আনা হয় এবং নতুন ভবনের ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। পরদিন শারীরিক অবস্থার অবনতি হলে তাকে পুরাতন ভবনের আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।