প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) ফরাসি ফরোয়ার্ড উসমান দেম্বেলে ২০২৫ সালের ব্যালন ডি’অর পুরুষ বিভাগে জয়ী হিসেবে স্বীকৃতি পেয়েছেন। অন্যদিকে, বার্সেলোনার স্প্যানিশ মিডফিল্ডার আইতানা বনমাতি টানা তৃতীয়বারের মতো জিতেছেন নারী বিভাগের ব্যালন ডি’অর।
সোমবার ফ্রান্সের প্যারিসের থিয়াত্র দ্য শাতলেতে আয়োজিত জমকালো অনুষ্ঠানে তাদের হাতে তুলে দেওয়া হয় ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই ব্যক্তিগত পুরস্কার।
দেম্বেলে পিএসজিকে প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এর সুবাদে তিনি লা লিগা ও ইউরো ২০২৫ জয়ী স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামালকে পেছনে ফেলেন।
অন্যদিকে, বার্সেলোনার ফরোয়ার্ড বনমাতি যোগ দিলেন এক অনন্য কীর্তিতে। টানা তিনবার ব্যালন ডি’অর জিতে তিনি জায়গা করে নিলেন মিশেল প্লাতিনি ও লিওনেল মেসির পাশে।
দেম্বেলের আগে ফ্রান্সের হয়ে ব্যালন ডি’অর জিতেছিলেন রেমন্ড কোপা, মিশেল প্লাতিনি, জঁ-পিয়ের পাপাঁ, জিনেদিন জিদান ও করিম বেনজেমা। আর এবারে বনমাতি নারী বিভাগে স্পেন সতীর্থ মারিওনা ক্যালদেন্তেকে হারিয়ে শিরোপা জেতেন।