যুক্তরাজ্যে যৌন অপরাধে সবচেয়ে বেশি জড়িত ভারতীয়রা। দেশটির বিচার মন্ত্রণালয়ের নতুন তথ্য অনুযায়ী, ২০২১ সাল থেকে দেশটিতে যৌন অপরাধের দায়ে দণ্ডিত হওয়া বিদেশি নাগরিকদের মধ্যে ভারতীয়দের সংখ্যায় সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে ।ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
সেন্টার ফর মাইগ্রেশন কন্ট্রোলের (সিএমসি) বিশ্লেষণ অনুযায়ী, ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে এই ধরনের অপরাধের দায়ে ভারতীয়দের দণ্ডিত হওয়ার হার ২৫৭ শতাংশ বেড়েছে। ২০২১ সালে যেখানে ২৮টি মামলা ছিল, তা বেড়ে ২০২৪ সালে ১০০টিতে দাঁড়িয়েছে। একই সময়ে নাইজেরিয়ার নাগরিকদের দণ্ডিত হওয়ার হার ১৬৬ শতাংশ এবং ইরাকিদের ক্ষেত্রে ১৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
পুলিশ ন্যাশনাল কম্পিউটার (পিএনসি) এর তথ্য দিয়ে এই প্রতিবেদন তৈরি করেছে বিচার মন্ত্রণালয়। সিএমসির বিশ্লেষণে দেখা যায়, ২০২১ সালে যৌন অপরাধে জড়িত ছিল ২৮ জন ভারতীয়। ২০২৪ সালে এসে তা দাঁড়ায় ৭২ জনে। এর পরে আছে নাইজেরিয়া, ইরাক, সুদান ও আফগানিস্তানের নাগরিকরা। তালিকার তলানির দিকে রয়েছে বাংলাদেশ।