ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ইউরোপীয় নেতাদের একটি বিশাল প্রতিনিধি দলের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনায় বসতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে ইউক্রেনের যুদ্ধ শেষ করার জন্য জেলেনস্কিকে রাশিয়ার কিছু শর্ত মেনে নিতে হবে।
স্থানীয় সময় সোমবার ওয়াশিংটনেএ গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হবার কথা রয়েছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ট্রাম্পের সঙ্গে যে বৈঠক করেছেন, সেখানে সম্ভাব্য শান্তি চুক্তির অংশ হিসাবে ইউক্রেনের জন্য মার্কিন নিরাপত্তা গ্যারান্টি দিতে এবং ভূমি বিনিময় এর উপর ছাড় দিতে সম্মত হয়েছেন।
সিএনএন এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পও এখন অস্থায়ী যুদ্ধবিরতি অনুসরণ না করে স্থায়ী শান্তি চুক্তি নিশ্চিত করার দিকে মনোনিবেশ করছেন।
এ জন্য আগে থেকেই ট্রাম্প কিছুটা ইঙ্গিত দিয়েছেন। তিনি জানিয়েছেন, যুদ্ধ শেষ হওয়ার জন্য জেলেনস্কিকে রাশিয়ার কিছু শর্ত মেনে নিতে হবে। অনেকেই বলছেন- এসব শর্তের মধ্যে রয়েছে ইউক্রেনের ক্রিমিয়া ছেড়ে দেওয়া এবং কখনো ন্যাটোতে যোগদান না করার বিষয়ে সম্মত হওয়া।
এদিকে বৈঠকে অংশ নিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রবিবার গভীর রাতে ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন। ইউরোপীয় নেতাদের সমর্থনে ইউক্রেন নিরাপত্তার নিশ্চয়তা পাবে বলে তিনি আত্মবিশ্বাসী।
জেলেনস্কি এক্সে-এ লিখেছেন, ‘আমি ইতিমধ্যে ওয়াশিংটনে পৌঁছেছি, সোমবার আমি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দেখা করব। আমরা ইউরোপীয় নেতাদের সঙ্গেও কথা বলব। আমন্ত্রণের জন্য আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছে কৃতজ্ঞ।’