গাঁজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক মোঃ আসাদুজ্জামান তুহিনকে হত্যাকারী সন্ত্রাসীদেরকে আইনের আওতায় কঠোর শাস্তি এবং সাংবাদিকদের রাষ্ট্রিয় নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সোমবার সকালে বরিশালের গৌরনদীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ওইদিন সকাল সাড়ে ১০টায় গৌরনদী বাসষ্ট্যান্ড চত্বরে বরিশাল-ঢাকা মহাসড়কের পাশে গৌরনদী প্রেসক্লাবের আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এরপর প্রেসক্লাব কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যাকারী সন্ত্রাসীদেরকে আইনের আওতায় অবিলম্বে কঠোর শাস্তি (ফাঁসি) দিতে হবে। সেই সাথে সাগর রুনিসহ সাংবাদিক হত্যা ও নির্যাতনের সকল ঘটনার বিচার করে খুনী ও অপরাধীদের চরম শাস্তি নিশ্চিত করতে হবে। সাংবাদিক সুরক্ষা আইন তৈরী করতে হবে। সরকারকে দেশের সকল সাংবাদিকের রাষ্ট্রিয় নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অন্যাথায় সাংবাদিকরা দুর্বার আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।
গৌরনদী প্রেসক্লাব সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সমাবেশে বক্তব্য রাখেন গৌরনদী প্রেসক্লাবের প্যানেল আহবায়ক জহুরুল ইসলাম জহির, মোঃ গিয়াস উদ্দিন মিয়া, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আসাদুজ্জামান রিপন, সাবেক সাধারন সম্পাদক সঞ্জয় কুমার পাল, খোকন আহাম্মেদ হীরা, প্রেসক্লাব সদস্য মোঃ আমিন মোল্লা, মনিষ চন্দ্র বিশ্বাস, মোঃ বদরুজ্জামান খান সবুজ, বি.এম বেলাল, মোঃ জামিল মাহামুদ, মোঃ খাইরুল ইসলাম, মোল্লা ফারুক হাসান প্রমুখ।