রবিবার, ০৭:২০ অপরাহ্ন, ১৩ জুলাই ২০২৫, ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

অ্যানিসিমোভাকে উড়িয়ে উইম্বলডনে শিয়াওতেকের ইতিহাস

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ৭ বার পঠিত

প্রথমবারের মতো উইম্বলডনের ফাইনালে খেলতে নেমে ইতিহাস গড়লেন পোলিশ তারকা ইগা শিয়াওতেক। যুক্তরাষ্ট্রের অ্যামান্ডা অ্যানিসিমোভাকে মাত্র ৫৭ মিনিটে ৬-০, ৬-০ গেমে উড়িয়ে দিয়ে জিতলেন তার ক্যারিয়ারের প্রথম উইম্বলডন শিরোপা এবং ষষ্ঠ গ্র্যান্ড স্ল্যাম ট্রফি।

সেন্টার কোর্টে শনিবারের এই ম্যাচে শিয়াওতেক দেখালেন একেবারে নিখুঁত পারফরম্যান্স। টানা ১৮ গেম জিতে গড়লেন একাধারে কয়েকটি মাইলফলক—গ্র্যান্ড স্ল্যামে শততম জয়, উইম্বলডনে প্রথম শিরোপা এবং পোল্যান্ডের ইতিহাসে প্রথম নারী উইম্বলডন জয়ী হওয়ার গৌরব।

অন্যদিকে, অ্যানিসিমোভার জন্য এটি ছিল এক রূপকথার মতো যাত্রা। ২০১৯ সালে বাবার মৃত্যু ও ২০২৩ সালে মানসিক অবসাদে টেনিস ছাড়ার পর আবার কোর্টে ফিরে শীর্ষ বাছাইদের হারিয়ে উঠে আসেন ফাইনালে। কিন্তু শিয়াওতেকের সামনে তাকে হতে হয় অসহায় দর্শক।

শিয়াওতেকের এমন নিরঙ্কুশ জয়ে ফিরে এল ৩৭ বছর আগের এক স্মৃতি—১৯৮৮ সালে ফরাসি ওপেনে স্টেফি গ্রাফের ৬-০, ৬-০ জয়ে নাতাশা জেভেরেভাকে হারানোর ম্যাচের পুনরাবৃত্তি।

ফাইনালে কখনও না হারার দুর্দান্ত রেকর্ডও ধরে রাখলেন শিয়াওতেক—এ নিয়ে ছয়টি গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল খেলে জয় ছিনিয়েছেন প্রতিবারই।

উচ্ছ্বাসিত শিয়াওতেক ম্যাচ শেষে বলেন, ‘খুবই পরাবাস্তব লাগছে। এমন কিছু কখনও কল্পনাও করিনি। আগের গ্র্যান্ড স্ল্যামগুলো জিতে মনে হয়েছিল আমি অভিজ্ঞ, কিন্তু আজকের জয় আলাদা।’

অ্যানিসিমোভাকেও প্রশংসায় ভাসিয়ে তিনি বলেন, ‘এই দুই সপ্তাহে যেভাবে খেলেছো, তাতে গর্বিত হওয়া উচিত। আশা করি, ভবিষ্যতে আমরা আরও অনেক ফাইনাল একসাথে খেলব।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com