হলিউডের কিংবদন্তি অভিনেতা ও প্রযোজক মাইকেল ডগলাস জানিয়েছেন, তিনি আর অভিনয়ে ফিরছেন না। সম্প্রতি চেক প্রজাতন্ত্রের কার্লোভি ভারি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে তিনি এ কথা জানান।
ডগলাস বলেন, ‘২০২২ সাল থেকে আমি আর কাজ করছি না। ইচ্ছাকৃতভাবেই থেমে গিয়েছি।’
৮০ বছর বয়সী এই তারকা স্পষ্ট ভাষায় জানান, ‘আমি এমন কেউ হতে চাই না যে শুটিং সেটেই মারা যায়।’
দীর্ঘ ছয় দশকেরও বেশি সময়জুড়ে চলচ্চিত্র জগতের সফল পথচলার পর, নিজের ইচ্ছেতেই তিনি পর্দার জীবনকে বিদায় জানাচ্ছেন।
মাইকেল ডগলাস শেষবার অভিনয় করেছিলেন অ্যাপল টিভির ঐতিহাসিক সিরিজ ‘ফ্রাংকলিন’-এ, যেখানে তিনি বেঞ্জামিন ফ্র্যাংলিনের চরিত্রে অভিনয় করেন। সিরিজটির চিত্রায়ন শেষ হয়েছিল ২০২২ সালে, যা মুক্তি পেয়েছিল ২০২৪ সালে।
২০১০ সালে গলার ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর সফল চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠেন ডগলাস। তিনি জানান, এখন পরিবার ও ব্যক্তিগত সময়কেই অগ্রাধিকার দিচ্ছেন। স্ত্রী ক্যাথরিন জেটা-জোন্স ও সন্তানদের সঙ্গে সময় কাটানোতেই তিনি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন।