সোমবার, ০৯:৩৪ অপরাহ্ন, ০৭ জুলাই ২০২৫, ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

বক্স অফিসের শীর্ষে ‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ’

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ৭ বার পঠিত

ইউনিভার্সালের ‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ’ বক্স অফিসে সবাইকে পেছনে ফেলে চমক সৃষ্টি করেছে। সিনেমাটি পাঁচ দিনে দেশীয় বাজারে আয় করেছে ১৪৭ মিলিয়ন ডলার।

সিএনএন সূত্রে জানা গেছে, সিনেমাটি “জুরাসিক ওয়ার্ল্ড” সিরিজের চতুর্থ কিস্তি তিন দিনে প্রায় ৮০ মিলিয়ন ডলার এবং পাঁচ দিনে ১৩৫ মিলিয়ন ডলার আয়ের প্রাথমিক অনুমানকে ছাড়িয়ে গেছে। এটি ২০২২ সালের পূর্বসূরী “জুরাসিক ওয়ার্ল্ড ডোমিনিয়ন”-এর প্রায় সমান, যা প্রথম তিন দিনে ১৪৫ মিলিয়ন ডলার আয় করার আগে বিশ্বব্যাপী ১ বিলিয়ন ডলার আয় করেছিল।

“জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ” হলিউডের আরেকটি জয়, যা ২০২৫ সালে এসে চমক দেখালো।

“জুরাসিক পার্ক রিবার্থ” হচ্ছে ফ্র্যাঞ্চাইজির সপ্তম সিনেমা, যা ১৯৯৩ সালে স্টিভেন স্পিলবার্গের ‘জুরাসিক পার্ক’ দিয়ে শুরু হয়েছিল। মূল সিনেমাটি বিশ্বব্যাপী ৯২৪ মিলিয়ন ডলার আয় করেছিল, যা মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য করা হলে ২ বিলিয়ন ডলার আয় করেছিল।

কমস্কোরের একজন সিনিয়র মিডিয়া বিশ্লেষক পল ডারগারাবেডিয়ানের মতে, “জুরাসিক ওয়ার্ল্ড” ফ্র্যাঞ্চাইজির জন্য একটি নতুন যুগ ছিল। আর “রিবার্থ”-এ স্কারলেট জোহানসন অভিনয় করায় সম্ভবত ব্র্যান্ডটি নতুন করে পুনরুজ্জীবিত হয়েছে।

তিনি বলেন, ‘এই ব্র্যান্ডটি কখনই বিলুপ্ত হবে না। কারণ এটি দর্শকদের রোমাঞ্চিত করে চলেছে। তিন দশকের পুরনো একটি ফ্র্যাঞ্চাইজি আবারও তালিকার শীর্ষে থাকা সবচেয়ে চিত্তাকর্ষক।’

উল্লেখ্য, হলিউডের অন্যতম জনপ্রিয় একটি ফ্র্যাঞ্চাইজি ‘জুরাসিক ওয়ার্ল্ড’। ১৯৯৩ সালে ‘জুরাসিক পার্ক’ মুক্তির মধ্য দিয়ে এর যাত্রা শুরু। ‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ’ সিনেমাটি এই সিরিজের সাত নম্বর সিনেমা।

এটি পরিচালনা করেছেন গ্যারেথ এডওয়ার্ডস। এই সিনেমাটি ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ‘জুরাসিক ওয়ার্ল্ড ডোমিনিয়ন’ চলচ্চিত্রের একটি স্বতন্ত্র সিক্যুয়েল।

সিনেমায় অভিনয় করেছেন স্কারলেট জোহানসন, মাহেরশালা আলী এবং জোনাথন বেইলি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com