কুমিল্লার মুরাদনগরে মা, ছেলে ও মেয়েকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার ২ দিন পর মামলা করা হয়েছে। শুক্রবার (৪ জুলাই) রাতে দায়েরকৃত মামলায় স্থানীয় ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লাহসহ ৬৩ জনকে আসামি করা হয়।
এর আগে গত বৃহস্পতিবার সকালে উপজেলার আকাবপুর ইউনিয়নের কড়ইবাড়ী গ্রামে মোবাইল ফোন ছিনতাই ও মাদক কারবারের অভিযোগ তুলে মা ও দুই সন্তানকে পিটিয়ে হত্যা করে স্থানীয়রা।
নিহতরা হলেন- ওই গ্রামের জুয়েল মিয়ার স্ত্রী রোকসানা আক্তার রুবি (৫৮), তার ছেলে মো. রাসেল (৩৫) ও মেয়ে জোনাকি আক্তার (৩২)।
স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বিকালে রুবির মেয়ের জামাই মনির হোসেনের সহযোগী মারুফ স্থানীয় স্কুল শিক্ষক রুহুল আমিনের একটি মোবাইল ফোন ছিনতাই করে। এ বিষয়ে বৃহস্পতিবার সকালে স্থানীয় ইউপি সদস্য বাচ্চু মিয়া এবং আকাবপুর ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লাল রুবিকে জিজ্ঞেস করতে গেলে তাদের ওপর হামলা হয়।
এ নিয়ে এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে এলাকার শতাধিক লোক ঘটনাস্থলে গিয়ে তাদের গণপিটুনি দেন। এতে ঘটনাস্থলেই রুবি, তার ছেলে রাসেল এবং মেয়ে জোনাকি নিহত হন। আহত হন আরেক মেয়ে রুমা আক্তার।