মঙ্গলবার, ০৬:১৪ অপরাহ্ন, ০৮ জুলাই ২০২৫, ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :

ম্যানইউকে হারিয়ে ইউরোপার শিরোপা জিতল টটেনহ্যাম

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ২৫ বার পঠিত

ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-০ গোলে ইউরোপা লিগের শিরোপা জিতেছে টটেনহ্যাম হটস্পার। এরই মধ্যে ১৭ বছরের ট্রফি খরা কাটিয়েছে এনজ পোস্টেকোগ্লুর দল।

বুধবার স্পেনের বিলবাও শহরের সান মামেস স্টেডিয়ামে ইউরোপের দ্বিতীয় সেরা টুর্নামেন্টের ফাইনালে ব্রেনান জনসনের প্রথমার্ধের গোলই ম্যাচের একমাত্র এবং নির্ধারক গোল ছিল। এই জয়ে টটেনহ্যাম ১৯৮৪ সালের পর প্রথম ইউরোপীয় শিরোপা অর্জন করল এবং ২০০৮ সালের পর প্রথম কোনো ট্রফি জিতল ।

ম্যাচের ৪২তম মিনিটে সৌভাগ্যের ছোঁয়ায় এগিয়ে যায় টটেনহ্যাম। বাঁ দিক থেকে পাপে সারের ক্রসে ছয় গজ বক্সে ব্রেনান জনসনের পা ছুঁয়ে বল ইউনাইটেড ডিফেন্ডার লুক শর গায়ে লেগে যখন জালের দিকে যাচ্ছিল, দূরের পোস্টে আরেকবার পা ছুঁয়ে জালে পাঠান জনসন। ঝাঁপিয়ে পড়েও দলকে বাঁচাতে পারেননি গোলরক্ষক আন্দ্রে ওনানা।

খেলায় টটেনহ্যাম বলের দখলে মাত্র ২৯ শতাংশ সময় কাটালেও, তাদের রক্ষণভাগের দৃঢ়তা এবং গোলরক্ষক গুগলিয়েলমো ভিকারিও ও ডিফেন্ডার মিকি ভ্যান ডে ভেনের গুরুত্বপূর্ণ অবদান তাদের জয় নিশ্চিত করে।

ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহ্যাম ১৭তম এবং ম্যানচেস্টার ইউনাইটেড ১৬তম স্থানে মৌসুম শেষ করে, যা উভয় দলের জন্য হতাশাজনক ছিল। তবে ইউরোপা লিগ জয় টটেনহ্যামের জন্য একটি বড় সাফল্য, কারণ এটি তাদের পরবর্তী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে অংশগ্রহণের সুযোগ করে দিয়েছে।

টটেনহ্যামের কোচ পোস্টেকোগলু তার দ্বিতীয় মৌসুমে ট্রফি জয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। আর এই জয়ে তার অবস্থান আরও মজবুত করেছেন। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমি ছেলেদের নিয়ে গর্বিত। আমরা জানতাম এটি একটি কঠিন ম্যাচ হবে, কিন্তু আমরা আমাদের কাজটি ভালোভাবে করেছি।’

জয়ের পর টটেনহ্যামের সমর্থকরা উদযাপনে মেতে ওঠেন। তবে উদযাপনের সময় একটি বিতর্ক সৃষ্টি হয়, যখন দেখা যায় যে ইউরোপা লিগের চ্যাম্পিয়নদের জন্য প্রস্তুতকৃত পদকগুলি শেষ হয়ে যায়, ফলে অধিনায়ক সন হিউং-মিন এবং ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো প্রাথমিকভাবে পদক পাননি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com