সোমবার, ১০:০৯ অপরাহ্ন, ২৫ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

টেকনাফে ২৬ কোটি টাকার মাদক জব্দ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ১১৬ বার পঠিত

কক্সবাজারের টেকনাফে প্রায় ২৬ কোটি টাকার ক্রিস্টাল মেথ আইস ও ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)

বিজিবি’র টেকনাফ ব্যাটালিয়নেক সদস্যরা শনিবার দিবাগত রাতে অভিযানে ৪ কেজি ২৭৮ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও এক লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে। যার আনুমানিক মূল্য ২৬ কোটি টাকা।

জানা গেছে, শনিবার রাতে বিজিবি’র টেকনাফ ব্যাটালিয়ন (২-বিজিবি) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে নাফ নদী দিয়ে মাদকের একটি বড় চালান মায়ানমার হতে বাংলাদেশে পাচার হতে পারে। উক্ত সংবাদের ভিত্তিতে উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ লতিফুল বারীর নেতৃত্বে ব্যাটালিয়ন সদর ও দমদমিয়া বিওপি হতে দুইটি চোরাচালান প্রতিরোধ টহলদল রাতে জালিয়ারদ্বীপে অবস্থান গ্রহণ করে। টহলদল জালিয়ারদ্বীপে অবস্থান করাকালীন আনুমানিক ভোর ৫ টার দিকে ৩-৪ জন লোক একটি কাঠের নৌকা নিয়ে মায়ানমার হতে শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করে। এ সময় বিজিবি তাদেরকে চ্যালেঞ্জ করে ধাওয়া করলে নৌকা থেকে লাফিয়ে নাফ নদীতে ঝাপিয়ে সাঁতরে মায়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে টহলদল নৌকাটি উদ্ধার করে নৌকার পাটাতনের নিচে ও মাছ ধরার জালের ভিতর পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় দুইটি প্লাষ্টিকের ব্যাগ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ব্যাগের ভিতর হতে ৪ কেজি ২৭৮ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও এক লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে। জব্দকৃত মাদকের আনুমানিক মূল্য ২৫ কোটি ৮৯ লাখ ৪০ হাজার টাকা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com