আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির শঙ্কা জানানো হয়েছিল গতকাল বুধবারই। শেষমেশ ম্যাচের দিনে সেই শঙ্কাই সত্যি হলো। বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপপর্বে বাংলাদেশ ও পাকিস্তানের শেষ ম্যাচ। প্রথম দুই ম্যাচেই দুই দল হেরে যাওয়ায় টুর্নামেন্ট থেকে তাদের বিদায় নিশ্চিত হয়েছে আগেই। আজকের ম্যাচটি ছিল শুধুই নিয়মরক্ষার।
আজ ম্যাচ পরিত্যক্ত হওয়ায় অবশ্য খালি হাতে ফিরতে হলো না বাংলাদেশকে। ২০১৭ সালের টুর্নামেন্টে সেমিফাইনাল খেলা দেশটি প্রথম দুই ম্যাচে হারের পর তৃতীয় ম্যাচেও ছিল ব্যাকফুটে। যদিও প্রথম দুই ম্যাচে পাকিস্তানও হেরে গেছে। তবে, স্বাগতিক হওয়ায় এগিয়ে ছিল তারাই। আজ ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ১ পয়েন্ট পেল টাইগাররা। তাছাড়া, নেট রানরেটে এগিয়ে থাকায় ‘এ’ গ্রুপে তৃতীয় হয়েই শেষ করল নাজমুল হোসেন শান্তর দল।
রাওয়ালপিন্ডিতে আজ ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় বিকাল তিনটায়। তবে শুরুতে হালকা বৃষ্টিপাত শুরু হলেও পরে ভারী বৃষ্টিপাতের কারণে খেলা ব্যাহত হয়। ফলে টসও অনুষ্ঠিত হতে পারেনি। ফলে ম্যাচ বাতিল করা ছাড়া আর উপায় ছিল না ক্রিকেটারদের।
টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হেরে যায় বাংলাদেশ। তার আগের দিন উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারে পাকিস্তান। পরে পাকিস্তান ভারতের কাছেও হেরে গেলে প্রায় নিশ্চিত হয় বিদায়। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ জিতলেই কেবল টিকে থাকত তাদের আশা। তবে কিউইদের কাছে টাইগাররা হেরে যাওয়ায় সেই আশাও ভেস্তে যায় তাদের। একই সঙ্গে টানা দুই হারে বিদায় নিশ্চিত হয় বাংলাদেশেরও। এই গ্রুপ থেকে সেমিফাইনালে ওঠা দুই দল ভারত ও নিউজিল্যান্ড গ্রুপপর্বে তাদের শেষ ম্যাচ খেলবে আগামী ২ মার্চ।