২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডের সঙ্গে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ জড়িত থাকতে পারেন বলে মন্তব্য করেন প্রবাসে অবস্থান করা সাংবাদিক ইলিয়াস হোসাইন। তার এমন মন্তব্যের প্রতিবাদ জানিয়ে যথাযথ প্রমাণ হাজিরের চ্যালেঞ্জ ছুড়ে দেন সোহেল তাজ। এর প্রেক্ষিতে নতুন একটি প্রমাণ হাজির করে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে রেডি থাকতে বলেছেন বহুল আলোচিত এ সাংবাদিক।
নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে করা পোস্টে ইলিয়াস হোসাইন সোহেল তাজকে ওই সময়ের অ্যারাইভাল ভিসা দেখানোর চ্যালেঞ্জও দিয়েছেন। পোস্টের সঙ্গে প্রভাবশালী ব্যক্তিদের একটি তালিকাও শেয়ার করেছেন তিনি। যুগান্তর পাঠকদের জন্য তার পোস্টটি হুবহু তুলে ধরা হলো-
‘‘সোহেল তাজকে নিয়ে কালকে আমি একটা পোস্ট দেয়ার পর থেকে স্যারের গায়ে জ্বর চলে আসছে৷ ঘন্টায়-ঘন্টায় ফেইসবুক পোস্ট, সাংবাদিক ডেকে বক্তব্য দেয়াসহ নানা কিছু করে প্রমান করার চেষ্টা করে যাচ্ছেন উনি পিলখানার ঘটনার সাথে জ’রিত না৷ সোহেল তাজ চ্যা’লেঞ্জ জানিয়েছে, প্রমান করতে পারলে নাকে খ’ত দিবে৷ কিন্তু স্যার প্রমান করতে পারলে নাকে খত্ না সোজা লাল ঘর৷ আপনাকে বরং চ্যা’লেঞ্জ দিলাম আপনি পিলখানার ঘটনার সময় কোন দেশে গিয়েছিলেন সেই দেশের এ্যারাইভাল প্রমান দেখান৷ ঢাকা বিমানবন্দরে ডিপার্চার সিল নিলেই প্রমান হয় না আপনি বিদেশ গিয়েছিলেন৷ আপনি কোথায় ছিলেন সেই প্রমান এই খাতায় আছে৷
অতএব, স্যার বেশি উত্তেজিত না হয়ে পাসপোর্ট নিয়ে রেডি হন, শীগ্রই কমিশনের ডাক পাবেন৷ আপাতত আপনার দেশের বাইরে যাওয়ার রাস্তা বন্ধ, বিমানবন্দরে খোঁজ নিয়ে দেখতে পারেন৷’’