রবিবার, ০৬:০৮ অপরাহ্ন, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :

আজ মহারণে মুখোমুখি ভারত-পাকিস্তান

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৫ বার পঠিত

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি দীর্ঘ ৮ বছর পর মাঠে ফিরেছে। আর পাকিস্তানের মাটিতে ২৯ বছর পর আইসিসির কোনো ইভেন্টের প্রত্যাবর্তন হয়েছে। যদিও পাকিস্তান উপলক্ষটা রাঙাতে পারেনি। আসরের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৬০ রানের বড় ব্যবধানে হেরে যান তারা। আজ রবিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আরও কঠিন পরীক্ষা তাদের। প্রতিপক্ষ চিরশত্রু ভারত।

এই ম্যাচ হারলেই সুতায় ঝুলে যেতে পারে পাকিস্তানের ভাগ্য। জিতলে টিকে থাকবে আশা। এমনই কঠিন এক সমীকরণ মাথায় নিয়ে ভারতের মুখোমুখি হতে যাচ্ছে পাকিস্তান।

চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে মাঠে নামার আগে বাড়তি অনুশীলন করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। বাঁচা-মরার ম্যাচের জন্য বাড়তি আধা ঘণ্টা ঘাম ঝরিয়েছেন পাকিস্তানি ক্রিকেটাররা। বাড়তি অনুশীলন করেছে ভারতও। তবে বিরাট কোহলি সবার চেয়ে আলাদা হয়ে থাকলেন। নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা আগে থেকেই অনুশীলন করতে দেখা যায় তাকে। কোহলির বাড়তি পরিশ্রমের কারণ অফ-ফর্ম। আজ নিশ্চয়ই ব্যাট হাতে জ¦লে উঠতে চাইবেন তিনি।

সময়টা খুব একটা ভালো যাচ্ছে না প্রতিপক্ষ পাকিস্তান শিবিরের সবচেয়ে বড় তারকা বাবর আজমেরও। টুর্নামেন্টের প্রথম ম্যাচে রান পেলেও যথেষ্ট সমালোচনা হয়েছে তাকে নিয়ে। ৯০ বলে ৬৪ রান করেছিলেন বাবর। তিনি দ্রুত রান করতে পারলে হয়তো নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ দিকে লড়াই করার সুযোগ পেত পাকিস্তান। সেটা হয়নি বাবরের প্রস্তর যুগের ব্যাটিংয়ের কারণে।

পাকিস্তানের ভারপ্রাপ্ত কোচ এখন আকিব জাবেদ। অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে আইসিসি একাডেমি মাঠে বেশ কিছু সময় আলোচনা করলেন দুজন। তাদের আলোচনার বিষয়বস্তু যে ভারত মহারণ, সেটি অনুমান করাই যায়। কিউই ম্যাচ থেকে একাদশে খানিকটা বদলও আনার পরিকল্পনা আছে পাকিস্তান টিম ম্যানেজমেন্টের। তা ছাড়া চোটে পড়েছেন ফখর জামান। এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে আর কোনো ম্যাচ খেলতে পারবেন না তিনি। তার শূন্যস্থানে ইমাম উল হককে দলে নেওয়া হয়েছে।

প্রথম ম্যাচে বাংলাদেশকে সহজেই হারিয়েছে ভারত। আজ জিতলে সেমিফাইনালের রাস্তা মসৃণ হয়ে যাবে। এই ম্যাচ ঘিরে দুই দেশেই উত্তেজনার পারদ অনেক উঁচুতে উঠে গেছে। বল মাঠে গড়ানোর দুদিন আগেই ‘সুপার সানডে ক্লাসিকো’র সব টিকিট বিক্রি হয়ে গেছে। ম্যাচের আগে ভারত যতটা নির্ভার পাকিস্তান আছে ততটাই চাপে। কিন্তু অকুতোভয় স্বাগতিকরা। নিউজিল্যান্ড ম্যাচে হারের পরও হুংকার ছেড়েছিলেন পাকিস্তানের তারকা খুশদিল শাহ। তিনি বলেছিলেন, ‘ভারত শক্তিশালী একটা দল। তবে সব দলকেই হারানো যায়। ভারতকেও হারাতে পারি আমরা। যদি নিজেদের সেরা খেলাটা খেলি তা হলে সম্ভব। দলের মধ্যে সেই বিশ্বাসটা রয়েছে। সেটা ভারত ম্যাচেও থাকলে না জেতার কোনো কারণে নেই। এই ম্যাচ পুরো বিশ^ দেখে। যে চাপ সামলাতে পারে সে-ই জেতে। আমরা একটা ম্যাচ হারলেও প্রতিযোগিতায় টিকে রয়েছি। ভারতকে হারালে পরের রাউন্ডে যেতেও পারি। তাই আমাদের হিসাবের বাইরে রাখবেন না।’

পাকিস্তানকে হিসাবের মধ্যে রাখছে ভারতও। প্রথম ম্যাচে রিজওয়ান অ্যান্ড কোং হারলেও প্রতিবেশীদের মোটেও খাটো করে দেখছে না রোহিত শর্মার দল। গতকাল মহারণপূর্ব সংবাদ সম্মেলনে চিরশত্রুদের সমীহ করলেন ভারতীয় ওপেনার শুভমান গিল। তিনি বলেছেন, ‘ভারত-পাকিস্তান মানেই বিরাট একটা ম্যাচ। ফাইনাল হলে তো আরও বড়। আমরা ভালো খেলছি। তার মানে পাকিস্তানকে ছোট করে দেখার কোনো কারণ নেই। এই লড়াইয়ের দীর্ঘ ইতিহাস রয়েছে। লাখ লাখ মানুষ খেলা দেখেন।’

দুবাইর উইকেট সাধারণত একটু ধীরগতির। কিন্তু গিলের মতে, কিছুটা সুবিধা পেতে পারেন ব্যাটাররা।

ম্যাচ ফ্যাক্টস

#ওয়ানডে বিশ্বকাপে ৮ ম্যাচের সবকটিতেই পাকিস্তানকে হারিয়েছে ভারত।

#চ্যাম্পিয়নস ট্রফিতে ৫ বারের দেখায় পাকিস্তানের জয় ৩টি। ভারতের ২টি।

#২০১৭ সালের ফাইনালে ভারতকে ১৮০ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান।

#নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৬০ রানে হেরেছে পাকিস্তান।

#বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়ে যাত্রা শুরু করেছে ভারত।

#আজ হারলে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে পারে স্বাগতিক পাকিস্তান।

#১৩৫টি ওয়ানডেতে মুখোমুখি হয়েছে দুই দল।

#৫টি ছিল অমীমাংসিত।

#মুখোমুখি লড়াইয়ে পাকিস্তানের জয় ৭৩টি; ভারতের ৫৭টি।

#দুবাইতে এখন পর্যন্ত কোনো ওয়ানডে ম্যাচে হারেনি ভারত।

#সবশেষ ৫ ওয়ানডের ৪টিতেই জিতেছে ভারত। পাকিস্তানের জয় ২টি।

#গত ১৫ বছরে ১৭ ম্যাচের ১২টিতেই জিতেছে ভারত। পাকিস্তানের জয় ৪টি।

#দুবাইতে আগের ২ ম্যাচেই পাকিস্তানকে হারিয়েছেন রোহিত-কোহলিরা।

#সবশেষ ১১ ম্যাচের ৯টিতেই পাকিস্তান হেরেছে ভারতের কাছে।

#ওয়ানডেতে দ্রুততম ১৪০০০ রানের ইলফলক ছুঁতে কোহলির দরকার ১৫ রান। এই মাইলফলক ছুঁতে যাওয়া তৃতীয় ব্যাটার হতে যাচ্ছেন তিনি।

#ওয়ানডেতে টানা ৬ ম্যাচে স্পিন খেলতে গিয়ে আউট হয়েছেন কোহলি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com