যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে তুষারপাত এবং হিমশীতল বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়া পরিবর্তনের ফলে টেক্সাসের মহাসড়ক এবং বিমানবন্দর সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে।
এমনকি দক্ষিণ-পশ্চিম লুইজিয়ানায়ও প্রথমবারের মত তুষারঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। ফ্লোরিডাতেও রেকর্ড তুষারপাত হচ্ছে।
বিবিসির প্রতিবেদনে জানানো হয়, চরম ঠাণ্ডার কারণে এখন পর্যন্ত অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
টেক্সাসের অস্টিনে দুইজন, এবং জর্জিয়া ও মিলওয়াকিতে দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অনলাইন ট্র্যাকার ফ্লাইটঅ্যাওয়ার-এর তথ্য অনুযায়ী, গতকাল বুধবার সকালে যুক্তরাষ্ট্রজুড়ে অভ্যন্তরীণ ১ হাজার ৬০০’র বেশি ফ্লাইট বাতিল হয়েছে এবং ১ হাজার ৭৬৫ ফ্লাইটে বিলম্ব হয়েছে।
এদিকে, দেশটির উত্তরাঞ্চলীয় নিউইয়র্ক রাজ্যের কিছু অংশে ১৮ ইঞ্চি পর্যন্ত তুষারপাত রেকর্ড করা হয়েছে। নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল সোমবার পশ্চিম নিউইয়র্কের এক ডজন কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।
গত মঙ্গলবার জাতীয় আবহাওয়া পরিষেবা (এনডব্লিউএস) জানিয়েছে, উপসাগরীয় উপকূলে ঐতিহাসিক তুষারপাত হতে পারে। পূর্ব টেক্সাস থেকে শুরু করে পশ্চিম ফ্লোরিডার পানহ্যান্ডেল পর্যন্ত প্রতি ঘণ্টায় এক ইঞ্চি বা তারও বেশি তুষারপাত হওয়ার পূর্বাভাস দেওয়া হয়।