যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে দাবানলে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ জনে। এই দাবানলে এখন পর্যন্ত ১২ হাজারের বেশি স্থাপনা পুড়ে ছাই হয়ে গেছে।এর মধ্যেই ঝড়ো বাতাসের পূর্বাভাসে দেখা দিয়েছে নতুন শঙ্কা। এতে দাবানল আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি, এএফপি, সিএনএন, গার্ডিয়ান, রয়টার্সসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, দাবানলে ২৪ জন মৃতের বিষয়টি নিশ্চিত করেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম। তিনি এই দাবানলকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী প্রাকৃতিক বিপর্যয় হতে পারে বলে মন্তব্য করেছেন। নিহতদের মধ্যে প্যালিসেডস ফায়ার জোনে আটজন এবং ইটন ফায়ার জোনে ১৬ জন।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, যারা নিহত হয়েছেন তাদের মধ্যে অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত সাবেক শিশু অভিনেতা ররি সাইকস অন্যতম। তিনি ১৯৯০-এর দশকে ব্রিটিশ টিভি শো ‘কিডি ক্যাপারসে’ অভিনয় করেছিলেন।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, চলতি সপ্তাহের শুরুর দিকে মরুভূমির দিক থেকে আসা শুষ্ক সান্তা অ্যানা বাতাস প্রায় ঘূর্ণিঝড়ের শক্তি নিয়ে প্রবাহিত হচ্ছিল। গতকাল বাতাসের শক্তি কমে আসায় কিছুটা হাফ ছেড়ে বাঁচেন দমকলকর্মীরা। তবে এই সামান্য অনুকূল অবস্থা বেশিক্ষণ থাকবে না বলে আশঙ্কা করা হচ্ছে।
মার্কিন জাতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, গত এপ্রিল থেকে অনেক স্থানে বৃষ্টিপাত হয়নি। ফলে সান্তা অ্যানা আবারও স্থানীয় সময় রবিবার রাত থেকে বুধবার পর্যন্ত ৮০ থেকে ১১২ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে।
সংবাদ সম্মেলনে লস অ্যাঞ্জেলেস কাউন্টির দমকল বাহিনীর প্রধান অ্যান্থনি ম্যারোনি বলেছেন, ‘স্বল্প আর্দ্রতা সম্পন্ন দমকা বাতাসের কারণে পুরো লস অ্যাঞ্জেলেস কাউন্টি আগুনের উচ্চ ঝুঁকিতে থাকবে। বৃহস্পতিবার সতর্ক অবস্থা প্রত্যাহার করা হতে পারে। তখন হয়ত মানুষ তাদের এলাকায় ফেরার অনুমতি পাবেন।’
প্রতিবেদনে বলা হয়েছে, লস অ্যাঞ্জেলেসে প্যালিসেডস অঞ্চলে যে দাবানল শুরু হয়েছে তা ২৩ হাজার ৬০০ একরজুড়ে ছড়িয়েছে এবং এর মাত্র ১১ শতাংশ নিয়ন্ত্রণে এসেছে। ইটন অঞ্চলের আগুন ছড়িয়েছে ১৪ হাজার একর জুড়ে জ্বলছে এবং এই আগুনের মাত্র ১৫ শতাংশ নিয়ন্ত্রণে রয়েছে।
ক্যালিফোর্নিয়ার সান ফার্নান্দো ভ্যালিতে আগুনের তাণ্ডবে একটি ‘ফায়ার টর্নেডো’ দেখা গেছে বলে জানা গেছে। এই দাবানলে ১২ হাজারের বেশি স্থাপনা ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। ১ লাখের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। অ্যান্থনি হপকিন্স, প্যারিস হিলটন, মেল গিবসন এবং বিলি ক্রিস্টালের মতো বহু অভিনেতার বাড়িঘরও এই দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে।
এদিকে বিবিসি বলছে, ছয় দিনেও নিয়ন্ত্রণে আসেনি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের দাবানল। উল্টো দিক পরিবর্তন করে নতুন এলাকায় ছড়িয়ে পড়েছে আগুন। ঝড়ো বাতাসের পূর্বাভাসে দেখা দিয়েছে নতুন শঙ্কা। দাবানল নতুন করে মোড় নিয়েছে ব্রিটেন উডস এবং সান ফার্নান্দো ভ্যালির দিকে।
এদিকে পালিসেডস, ইটন, কেনেথ, লিডিয়া, হার্স্ট এবং আর্চারের অনেক এলাকায় আগুন নিয়ন্ত্রণে আসেনি। এর মধ্যে প্যালিসেইডসে দাবানল আরও এক হাজার একর এলাকায় ছড়িয়েছে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিসের পূর্বাভাসে বলা হয়েছে, লস অ্যাঞ্জেলেস ও ভেঞ্চুরা কাউন্টিতে স্থানীয় সময় রবিবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত বাতাসের গতি ঘণ্টায় ৬০ মাইল পর্যন্ত বাড়তে পারে। এ ছাড়া আগুনের কারণে লস অ্যাঞ্জেলেসের বাতাসে দূষণের মাত্রা ছাড়িয়েছে।
অস্বাস্থ্যকর বাতাসের জন্য স্কুল-কলেজগুলো বন্ধ রাখার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়া এবং বাসিন্দাদের মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া অধিদপ্তর আগামী সপ্তাহের জন্যও লস অ্যাঞ্জেলেস ও সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ডের সতর্কতা জারি করেছে।